BRAKING NEWS

আগরতলায় বাম সংগঠনের কার্যালয়ে পুলিশি অভিযান, উদ্ধার বহু অস্ত্রশস্ত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  রাজধানী আগরতলা প্রাণকেন্দ্র পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় ক্ষমতাচ্যুত সিপিআইএম-এর শ্রমিক সংগঠন সিট্যুর কার্যালয় থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ অফিসটি ঘিরে রেখে পুলিশ তল্লাশি চালাচ্ছে৷ যদিও অফিসটির পেছন দিকে প্রচুর অস্ত্রশস্ত্র ফেলে দেওয়া হয়েছিল৷ পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটর স্ট্যান্ডে অবস্থিত সিআইটিইউ (সিটু)-এর মোটর শ্রমিকদের শাখা কার্যালয়ে আচমকা অভিযান শুরু করে পুলিশ৷ অফিসের পেছন দিকে নর্দমার কিছু অস্ত্রশস্ত্র পড়ে থাকতে দেখে কতিপয় যুবক পূর্ব আগরতলা থানায় খবর দেয়৷ এর পরই পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে৷ একই সঙ্গে বাম শ্রমিক সংগঠনের অফিসটিও ঘিরে ফেলা হয়৷

প্রথমে পুলিশ পরিত্যক্ত অবস্থায় গড়ে থাকা অস্ত্রগুলি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে থানায় নিয়ে যায় এবং সিট্যুর কার্যালয় ঘিরে তল্লাশি অভিযান শুরু করে৷ তবে কার্যালয়ের ভেতর থেকে কোনও আপত্তিকর সরঞ্জাম কিংবা অস্ত্রশস্ত্র পাওয়া গেছে কি না সে সম্পর্কে এখনও কিছু বলা হয়নি৷ এখনও অভিযান চলছে৷ এখন পর্যন্ত কী ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে পুলিশ বিস্তারিত জানাতে চাইছে না৷ তবে প্রচুর সংখ্যক রামদা, কিরিচ, বল্লম ইত্যাদি থানায় নিয়ে আসা হয়েছে৷ গুলি -বারুদ উদ্ধার করা হয়েছে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা পৌঁছে গেছেন৷ পাশ্ববর্তী এলাকায় ক্ষমতাচ্যুত দলের আরও কয়েকটি কার্যালয়ে পুলিশি অভিযান সংগঠিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিবৃতি  ঃ আজ সকাল অনুমান ১১ টায় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের আগরতলাস্থিত কেন্দ্রীয় দপ্তরে অস্ত্র উদ্ধারে তল্লাশীর নামে বিজেপি’র শতাধিক কর্মী সহ পূর্ব থানা কর্তৃপক্ষ ইউনিয়ন অফিসে প্রবেশ করে তন্ন তন্ন করে খোঁজাখুজি করে কিছুই পায়নি৷ পরে থানা কর্তৃপক্ষ লিখিত দিয়ে যায় যে কিছুই পায় নি৷ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের সর্বত্র শ্রমিক সংগঠনের অফিস ভাঙচুর, জবরদখল, লুঠপাট ও অগ্ণিসংযোগ চালিয়ে যাচ্ছে৷ শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছেন, কোন প্রকার সার্চ করতে গেলে যে সমস্ত নিয়ম কানুন মানতে হয় এবং আদালত অথবা উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশনামা দরকার হয় তা বিজেপি দলের নেতা কর্মী ও পুলিশ মানতে রাজী নয়৷ অনেকটা গায়ের জোরে তল্লাশীর নামে হয়রানি এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন৷ প্রকাশ্যে ট্রেড ইউনিয়ন যাতে না করা যায় তার জন্য ভয় – ভীতি প্রদর্শন ও দৈহিক আক্রমণ চলছে৷

ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন আরক্ষা কর্তৃপক্ষের এ জাতীয় কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছে৷ একটি দলের নির্দেশে তল্লাশীর নামে যা করা হচ্ছে তা গণতন্ত্রের পরিপন্থী৷ এ জাতীয় কার্যকলাপ বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *