শ্রীনগর, ১৮ মার্চ (হি.স.): পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যহত। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। পাক গোলায় নিহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। এছাড়াও আহত হয়েছেন ওই পরিবারের আরও ২ জন সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এস পি বৈদ জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে পুঞ্চের বালাকোট সেক্টরে ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আর ২ জন । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানের গোলাবর্ষণের ফলে চৌধুরী মহম্মদ রমজান, তার স্ত্রী, তিন পুত্র নিহত হয়েছেন এবং তার দুই মেয়েকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সকাল ৭টা ৪৫মিনিট নাগাদ গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। এই বিষয়ে ল্যাফটেনেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন মূলত ভারতীয় গ্রামগুলি এবং লোকালয় লক্ষ্য করে এই গোলাবর্ষণ করেছে পাকিস্তান।
প্রসঙ্গত পাকিস্তানের সংঘর্ষের বিরতি লঙ্ঘনের বিষয়ে বলতে গিয়ে রাজ্যসভা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, শুধু জানুয়ারি মাসেই ২০৯ বার এবং ফেব্রুয়ারির প্রথম ১২ দিনে ১৪২বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে অবিরাম গোলাবর্ষণ করেছে পাকিস্তান। গত বছর মোট ৮৬০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে সীমান্তে। পাকিস্তান গোলাবর্ষণকে প্রতিহত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।