BRAKING NEWS

চোরাপথে মাছ আসছে, আমদানী বন্ধ রাখলেন বৈধ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ সোমবার থেকে বাংলাদেশের মাছ আমদানী বন্ধ করল বৈধ মাছ ব্যবসায়ীরা৷ অবৈধ ভাবে বাংলাদেশ থেকে মাছ আসায় বৈধ মাছ ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন৷ প্রতিবাদ করেও তারা কোন প্রতিকার পাচ্ছেন না৷ সে কারেেণই আজ থেকে মাছ আমদানী বন্ধ রেখেছে মাছ ব্যবসায়ীরা৷ ফলে বহু শ্রমিকের রোজগারও বন্ধ হয়ে পড়েছে৷ সমস্যা সমাধানের চেষ্টা চলেছে বলে একটি সূত্রে জানা গিয়েছে৷

উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ মাছ ত্রিপুরায় আসছে৷ বৈধ ভাবে যে পরিমাণ মাছ আসছে এর চেয়ে অনেক বেশী মাছ আসছে অবৈধ ভাবে চোরাই পথে৷ ফলে বৈধভাবে আমদানীকারকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ সে কারণেই তারা মাছ আমদানী বন্ধ করে দিয়েছেন৷ তাতে রাজ্যের বাজারে মাছের সংকট দেখা দিতে পারে৷ এমনকি মাছের দামও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রসঙ্গত, রাজ্যে মাছের চাহিদা অনুযায়ী যোগান বহিঃরাজ্য এবং বাংলাদেশ থেকে আসলেই সম্ভব হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *