BRAKING NEWS

আইএসআই-কে তথ্য পাচার : ধৃত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-কে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্যপাচারের অভিযোগে বায়ুসেনার ক্যাপ্টেন অরুণ মারওয়াহকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল| দিল্লিতে ভারতীয় বায়ুসেনার হেড কোয়ার্টারে গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন অরুণ মারওয়াহ (৫১)| আইএসআই-কে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য ফাঁস করেছেন, এই সন্দেহে সম্প্রতি আটক করা হয়েছিল অরুণ মারওয়াহকে| তদন্ত চলার পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল|

 সূত্রের খবর, কয়েক মাস আগে আইএসআই-এর এক এজেন্ট মহিলা সেজে মারওয়াহ-র সঙ্গে যোগাযোগ করে| এরপর থেকেই উভয়ের মধ্যে ফোনে লাগাতার চ্যাটিং শুরু হয়| একে অপরকে অশ্লীল ম্যাসেজও পাঠাতে থাকে| এরই মধ্যে অরুণ মারওয়াহকে পুরোপুরি নিজের জালে ফাঁসিয়ে নেয় ওই আইএসআই এজেন্ট| ওই আইএসআই এজেন্ট মারওয়াহ-র কাছে বায়ুসেনার গোপন তথ্য দাবি করতে থাকে| অভিযোগ, এরপরই ভারতীয় বায়ুসেনার কিছু গোপন তথ্য পাচার করেন অরুণ মারওয়াহ|

কয়েক সপ্তাহ আগে এ বিষয়ে অবহিত হওয়ার পরই তদন্ত শুরু করে বায়ুসেনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ| তদন্ত শেষে তথ্যপাচারের অভিযোগে দোষী প্রমাণিত হন অরুণ মারওয়াহ| এরপর বায়ুসেনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েকের কাছে অভিযোগ জানান| মামলার গুরুত্ব বিবেচনা করে, এই মামলার তদন্তভার দিল্লি পুলিশের স্পেশাল সেল-এর কাছে হস্তান্তর করেন পুলিশ কমিশনার| এরপরই গ্রেফতার করা হয় অরুণ মারওয়াহকে| অফিসিয়ার সিক্রেটস আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে| ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার স্মার্টফোনটি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *