BRAKING NEWS

আমাদের মিসাইল কি শুধুমাত্র প্রদর্শনীর জন্য, কেন্দ্রের নিন্দায় সরব শিবসেনা

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের হামলা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| পাক সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে সোমবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘মিসাইল ব্যবহার করে আমাদের জওয়ানদের উপর হামলা চালিয়েছে পাকিস্তান| আমার প্রশ্ন হল, আমাদের মিসাইল কি শুধুমাত্র প্রদর্শনীর জন্য?’ শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরও বলেছেন, ‘সংঘর্ষবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ ছেড়েই দিন, এটা সরাসরি যুদ্ধ| এই হামলার যথাযোগ্য জবাব ফিরিয়ে দিতেই হবে| যদি এই হামলার পাল্টা জবাব ফিরিয়ে না দেওয়া হয়, তবে গোটা বিশ্ব ভারতকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখবে|’
উল্লেখ্য, নিয়ন্ত্রণরেখায় পাক গোলাগুলি বর্ষণে চারজন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর পরই এমন অভিমত পোষণ করলেন শিবসেনা সঞ্জয় রাউত| সেনাবাহিনী সূত্রের খবর, রবিবার বেলা সাড়ে তিনটে নাগাদ রাজৌরির ভীমবেড় গালি সেক্টরে বিনা প্ররোচনায় গোলাগুলি ছুটে আসে পাকিস্তানের দিক থেকে| পাল্টা জবাব ফিরিয়ে দেয় ভারতীয় সেনা| তবে দুঃসংবাদ হল, পাক গোলায় শহীদ হয়েছেন সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ও তিন সেনা জওয়ান| নিহত সেনা জওয়ানরা হলেন, ক্যাপ্টেন কপিল কুণ্ডু, রাইফেলম্যান রাম অবতার, রাইফেলম্যান শুভম সিং এবং হাবালদার রোশন লাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *