BRAKING NEWS

হরিয়ানায় কাশ্মীরি পড়ুয়াদের উপর শারীরিক নিগ্রহ, ক্ষুদ্ধ মেহবুবা মুফতি

শ্রীনগর, ৩ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানায় কাশ্মীরি পড়ুয়াদের উপর শারীরিক নিগ্রহ ব্যাপারে হরিয়ানা সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পাশাপাশি এই ঘটনার তদন্তের দাবি জানান তিনি। উল্লেখ্য শুক্রবার মহেন্দ্রগড় এলাকায় ১৫-২০ জনের একদল দুষ্কৃতি হরিয়ানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুই কাশ্মীরি পড়ুয়ার উপর চড়াও হয়ে প্রকাশ্য রাস্তায় প্রহার করতে থাকে তাদের। এই বিষয়ে ওই দুই কাশ্মীরি পড়ুয়া জানায় শুক্রবার নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে আসার পরে তারা দেখতে পায় কয়েকজন লোক তাদের উপর নজর রাখছে। পরে বাইকে করে ফেরার সময় ১৫-২০ জনের একটি দল তাদের উপর চড়াও হয়ে প্রহার করতে থাকে। পাশে দাঁড়ানো স্থানীয়দের কাছ থেকে সাহায্য চাইতে গেলেও কেউ তাদের বাঁচাতে আসেনি। পরে পুলিশ এসে ওই দুই কাশ্মীরি পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পরে তাদের বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আসে পুলিশ। গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। পরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মুখ্যমন্ত্রী লেখেন, হরিয়ানার মহেন্দ্রগড়ে কাশ্মীরি পডুয়াদের উপর শারীরিক নিগ্রহের রিপোর্টটি শোনার পরে বিস্মিত ও সংবিঘ্ন হয়ে পড়েছি। এই বিষয়ে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা ট্যুইট করেন, ঘটনাটি ভয়ানক। লালা কেল্লা থেকে প্রধানমন্ত্রী যে আদর্শের কথা বলেছিল। এটি তার পরিপন্থী। আশা করব হরিয়ানার প্রশাসন ঘটনাটির দ্রুত নিষ্পত্তি করবে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি জানিয়েছেন এই বিষয়ে হরিয়ানা পুলিশের সঙ্গে তার কথা হয়েছে। ঘটনাটির উপর নজর রাখছেন তিনি। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮, ১৪৯, ৩৪১, ৩২৩ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *