BRAKING NEWS

রাজ্যে বামবিরোধী ভোটাররাই সর্বাধিক, একত্রিত করতে চাইছে বিজেপি ঃ হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে বামবিরোধী ভোটারের সংখ্যাই সর্বাধিক৷ তবুও, বামেরাই দীর্ঘদিন ধরে রাজ্যের মসনদ দখল করে রেখেছে৷ তাই, বাম বিরোধী ভোটারদের একত্রিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে বিজেপি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপির নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা৷ তাঁর কথায়, বামবিরোধী সমস্ত ভোটারদের একত্রিত করতে সকল বিরোধী রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছে৷ তাঁর দাবি, ভোটের দিন বামবিরোধী ভোটাররা বিজেপির পক্ষেই মত দেবেন৷

এদিন হিমন্তবাবু বলেন, রাজ্যে বাম ভোটারের তুলনায় বামবিরোধী ভোটারের সংখ্যা অনেক বেশি৷ তাই সমস্ত বামবিরোধীদের একত্রিত করতে চাইছে বিজেপি৷ এদিন আইপিএফটি তিপ্রাহা নিজেদেরকে বিজেপির সাথে একত্রিত করেছে৷ এই প্রসঙ্গ তুলে ধরে হিমন্তবাবু বলেন, নির্বাচনের মূহুর্তে আইপিএফটি তিপ্রাহার বিজেপির সাথে যুক্ত হওয়া যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ৷ তাঁর বক্তব্য, নীতিগত ফারাক থাকলেও, আইপিএফটি তিপ্রাহা আসন্ন নির্বাচনে আইপিএফটি এনসি দেববর্মাদের পক্ষে প্রচার করবে৷ শুধু তাই নয়, তাঁরা বিজেপির পক্ষেও প্রচার চালাবে৷

হিমন্তবাবু বলেন, এডিসিকে আরো শক্তিশালি করার সর্তে আইপিএফটি তিপ্রাহা বিজেপির সাথে যুক্ত হয়েছে৷ এদিকে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাথেও বিজেপি সমান্তরালে যোগাযোগ রেখে চলেছে৷ এবিষয়ে এক প্রশ্ণের জবাবে হিমন্তবিশ্ব শর্মা বলেন, ভোট ভাগাভাগির বিষয়টি নিশ্চিত জেনেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সাথে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি৷ তাঁর কথায়, নীতিগতভাবে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য এরাজ্যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করা৷ তাই, তাঁর বিশ্বাস, ভোটের দিন পরিস্থিতি বুঝতে পেরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোটাররাও বিজেপির প্রতিই আস্থা করবেন৷ ভোট বাক্সে এর প্রতিফলন দেখা যাবে৷

হিমন্তবাবু আরো বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের সাথেও ভোট বিভাজন আটকানোর জন্য অনুরোধ জানাবে বিজেপি৷ তাঁর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনও চাইছেন রাজ্যে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হোক৷ সেক্ষেত্রে, ভোট বিভাজন আটকানো খুবই জরুরী, বিষয়টি তাঁকে বোঝানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *