BRAKING NEWS

১৯৭১ সালের বাংলাদেশিকে নাগরিকত্ব নয় : দেবব্রত শইকিয়া

গুয়াহাটি, ১৬ জানুয়ারি (হি.স.) : হিন্দু বাংলাদেশি সম্পর্কেও কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন বিধানসভায় দলপতি দেবব্রত শইকিয়া। মঙ্গলবার হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে এক আলাপচারিতায় বিধানসভায় কংগ্রেস দলপতি দেবব্রত শইকিয়া বলেছেন, ‘১৯৭১ সালের ২৪ মার্চের পর অসমে আগত কাউকেই নাগরিকত্ব দেওয়া চলবে না। কোনও অবস্থাতেই নয়। তিনি হিন্দুই হোন কিংবা মুসলমান। অসম চুক্তি লঙ্ঘন করা চলবে না।

অসম চুক্তি লঙ্ঘন করে যদি বিজেপি সরকার হিন্দু বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দিতে যায় তা হলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। সরকারকে বাধ্য করব আমাদের দাবি মানতে। কোনও যুক্তিতেই বিদেশিদের বোঝা অসমকে নিতে দেব না।’

এদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈকে স্বাগত জানিয়েছে প্রদেশ কংগ্রেস। অসমের যে পরিস্থিতি, তাতে বর্তমান সরকারের বিরুদ্ধাচরণকারী সকলকে সাদরে কংগ্রেস স্বাগতম জানায় বলে পরিষ্কার জানিয়েছেন দেবব্রত শইকিয়া। আরও স্পষ্ট করে তিনি বলেছেন, ‘বৰ্তমান সরকারের কাজকর্মে বেজায় অসন্তুষ্ট অখিল গগৈ। তাঁর মতো আমরা অর্থাৎ কংগ্রেসও সন্তুষ্ট নয়। আমরা রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরোধী। ফলে রাজনৈতিকভাবে বিরোধী শক্তিকে মজবুত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই সরকার জনসাধারণের ওপর কাষাঘাত করছে। এই সরকার জুলুমবাজ সরকার। প্ৰতিদিন বাড়ছে পেট্ৰোল-ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি না হলেও বর্তমান সরকার হু হু করে বাড়াচ্ছে পেট্রোল-ডিজেলের দাম।’ দেবব্রতের দাবি কংগ্ৰেসের আমলে কেবলমাত্র একবারই জ্বালানির দাম বেড়েছিল। ৭৭ টাকা পর্যন্ত হয়েছিল। সেবার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হওয়ায় পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়েছিল সরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *