BRAKING NEWS

উত্তর প্রদেশে লাইনচ্যুত মালগাড়ির ৮টি বগি, বিপর্যস্ত ট্রেন চলাচল

বারাবাঙ্কি, ৮ জানুয়ারি (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| সোমবার সকালে উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় আলাপুর-এর কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ৮টি বগি| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন চলাচল| দেরিতে চলে এক ডজনেরও বেশি ট্রেন| রেল সূত্রের খবর, টাইলস বোঝাই মালগাড়িটি রাজকোট থেকে অসম অভিমুখে যাচ্ছিল| আচমকাই কোতয়ালী থানার অন্তর্গত আলাপুরে, সফীপুর গ্রামের কাছে (বারাবাঙ্কি রেল স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ১৭৫ নম্বর গেটের কাছে) বেলাইন হয়ে যায় মালগাড়ির ৮টি বগি| রেললাইন থেকে মালগাড়ির ৮টি বগি বেলাইন হয়ে যায় নষ্ট হয়ে গিয়েছে রেল ট্র্যাক| মালগাড়ির ৮টি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় এক ডজনেরও বেশি ট্রেন দেরিতে চলেছে|
রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছন ডিআরএম লখনউ| ক্রেনের সাহায্যে লাইনচ্যুত বগি গুলিকে ট্র্যাকে তোলা হয়| কী কারণে বেলাইন হল মালগাড়ির ৮টি বগি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক ভাবে রেলের কর্তারা মনে করছেন, রেললাইনে ফাটল থাকার কারণেই সম্ভবত লাইনচ্যুত হয়ে গিয়েছে মালগাড়ির ৮টি বগি| ডিআরএম জানিয়েছেন, রেল দুর্ঘটনার জেরে এক ডজনেরও বেশি ট্রেন দেরিতে চলেছে| রেললাইন মেরামতির কাজ চলছে দ্রুত গতিতে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *