BRAKING NEWS

চেন্নাইয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু তিন জনের, ধৃত সোনার দোকানের মালিক

চেন্নাই, ২২ ডিসেম্বর (হি.স.): চেন্নাইয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে মৃত্যু হল সোনার দোকানের এক কর্মী সহ তিন জন শ্রমিকের| জুয়েলরি দোকানের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন দু’জন শ্রমিক| সেপটিক ট্যাঙ্কে নামার পরই বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন দু’জন শ্রমিক| তাঁদেরকে উদ্ধার করতে যান জুয়েলরি দোকানের এক জন কর্মী| বিষাক্ত গ্যাসের গন্ধে তিন জনেরই মৃত্যু হয়েছে| এই ঘটনায় সোনার দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ|

সোনার গহনা তৈরিতে ব্যবহৃত সায়ানাইড এবং অন্যান্য পদার্থ সেপটিক ট্যাঙ্কের ভিতরে সঞ্চিত ছিল| সেপটিক ট্যাঙ্কে নামার পরই বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন দু’জন শ্রমিক| তাঁদেরকে উদ্ধার করতে যান জুয়েলরি দোকানের এক জন কর্মী| বিষাক্ত গ্যাসের গন্ধে তিন জনেরই মৃত্যু হয়েছে| এই ঘটনার তদন্তে নেমে সোনার দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *