BRAKING NEWS

প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল গুজরাট নির্বাচন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে দিল| একই সঙ্গে পশ্চিমের এই রাজ্যের ভোটের ফলাফল প্রমাণ করে দিল দেশবাসী আর তাঁর কথা শুনছেন না| গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক দিন পর এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| হাড্ডাহড্ডি লড়াইয়ের পর গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফলে শেষ হাসি হেসেছে ভারতীয় জনতা পার্টি| ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ৯৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে| গুজরাট বিধানসভা নির্বাচনের এই ফলাফলে মোটেও অসন্তুষ্ট নয় কংগ্রেস শিবির, বরং সন্তোষ প্রকাশ করেছে|

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বক্তব্যে অন্তত এমনটাই মনে হচ্ছে| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য নির্বাচিত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘‘গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে দিল| প্রমাণিত হল দেশবাসী আর তাঁর কথা শুনছেন না|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘মোদীজীর বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উত্থাপিত হল| মোদীজীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে| কারণ তিনি যা বলছেন, তাঁর সংগঠন তা পুনরাবৃত্তি করছে|’ রাহুল গান্ধীর কথায়, ‘দেশবাসী আর তাঁর কথা শুনছে না| গুজরাট নির্বাচন তা দেখিয়ে দিল| আসলে গুজরাটের মানুষ মোদীজীর মডেল মানেন না|’
উল্লেখ্য, ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ৯৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে| ২০১২ সালে বিজেপি জয়ী হয়েছিল ১১৫ টি আসনে, কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৭৭|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *