BRAKING NEWS

নির্বিচারে হচ্ছে বন নিধন, পাচারকালে মূল্যবান গাছের লগ উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ বনদস্যুদের বিরুদ্ধে আচমকা বনকর্মীদের অভিযান৷ মঙ্গলবার আগরতলার ললিতবাজার লোকায় হানা দিয়ে গাছের লগ বোঝাই বুলেরো গাড়ি আটক করেছে৷ গাড়িটির নম্বর টিআর-০১-এল-১৮০১৷ গাড়িটি গাছের লগ বোঝাই করে পাচার করছিল৷ বনকর্মীরা গাড়িটি আটক করতে পারলেও চালক কিংবা কোন পাচারকারীকে আটক করতে পারেনি৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আগরতলা শহরের কাছে রবীন্দ্রনগর, নাগিছড়া, জারোলবাচাই এবং তোলাকোনা এলাকায় বেশ কয়েকটি বেআইনী স মিল চালানো হচ্ছে৷ আর এইসব স মিলে দু’নম্বরী কাঠ কাটা হচ্ছে৷ বিভিন্ন এলাকায় মূল্যবান গাছ কেটে লগ নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে এই কাঠ খোলাবাজারে বিক্রি করা হয়৷ অভিযোগ উঠেছে বন দপ্তরের কর্মীদের সাথে চোরাকারবারীদের একাংশের যোগাযোগ রয়েছে৷ বনকর্মীরা মাসোহারার বিনিময়ে বন নিধনের প্রচ্ছন্ন মদত দিচ্ছে বলে অভিযোগ৷ যখন মাসোহারা নিয়ে বনিবনা হয় না, তখনই বন দপ্তরের কর্মীরা গাছের লগ আটক করে কিংবা বেআইনী স মিলের বিরুদ্ধে অভিযান চালায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *