BRAKING NEWS

লোকপালের দাবিতে ফের আন্দোলনের পথে আন্না

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : জন লোকপাল প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৩ শে মার্চ পথে নামবেন বর্ষীয়ান গান্ধীবাদী নেতা আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালিগন সিদ্দি গ্রামের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আন্না হাজারে বলেন, ‘জন লোকপাল, কৃষকদের বিষয় এবং নির্বাচনী সংস্কারের দাবিতে আগামী বছরের ২৩ শে মার্চ শহিদ দিবস উপলক্ষ্যে সত্যাগ্রহ করা হবে।’ আন্না হাজারের দাবি জন লোকপাল নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একাধিক চিঠি লিখেছেন। কিন্তু প্রধানমন্ত্রী আন্নার চিঠিগুলির কোন উত্তর দেননি।
আন্না বলেন, ‘ভারতে গত ২২ বছরে ১২ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। আমি জানতে চাই এই সময় কতজন উদ্যোগপতি আত্মহত্যা করেছে।’
উল্লেখ্য, প্রশাসনের মধ্যে থাকা দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব হয়েছিলেন আন্না হাজারে। এর আগে ২০১১ সালে তৎকালীন কেন্দ্রীয় শাসক জোট ইউপিএর বিরুদ্ধে দিল্লিতে ১২ দিন অনশন করেছিলেন। তার পরেও একাধিকবার এই বর্ষীয়ান গান্ধীবাদী অনশন জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকারের তরফে আন্নাকে জানানো হয়েছে লোকপাল আইন অনুসারে যে কমিটি গঠন করার প্রয়োজন তাতে থাকবে দেশের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, লোকসভার অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের প্রধানবিচারক। কিন্তু বর্তমানে যেহেতু কোন প্রধান বিরোধী দলনেতা নেই, তাই লোকপাল কমিটি গঠন করা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *