BRAKING NEWS

মুকুল রায়ের বিরুদ্ধে অভিষেকের মানহানির মামলা

কলকাতা, ২৮ নভেম্বর (হি. স.): মুকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি। ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডকে নিয়ে মুকুল রায়ের বিতর্কিত মন্তব্যের জন্যই এই মামলা। আজ সকাল ১১টায় ব্যাঙ্কশাল আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা দায়ের করেন তিনি। মামলাটি গৃহীত হয়ে বিচারপতি পূর্বা কুণ্ডুর এজলাসে স্থানান্তরিত হয়। এদিন আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
‘জাগো বাংলা,’ ‘বিশ্ব বাংলা’ প্রসঙ্গে ব্যাঙ্কশাল আদালতে হাজির হয়ে মুকুল রায়ের বিরুদ্ধে পাল্টা বোমা ফাটালেন তৃণমূলের ‘যুবরাজ’ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘জাগো বাংলা, বিশ্ব বাংলার মালিকানা আমার নামে রয়েছে, মুকুল রায় এটা প্রমাণ করে দিলে আমি রাজনীতির আঙিনায় আর কোনওদিন পা রাখব না৷ কিন্তু প্রমাণ করতে না পারলে মুকুল রায়কে বাংলা ছাড়তে হবে৷’’
‘জাগো বাংলা’, ‘বিশ্ব বাংলা’ সরকারি কোনও সংস্থা নয়, এর মালিকানা রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে৷ গত ১০ নভেম্বর রানি রাসমনি রোডের জনসভা থেকে এই অভিযোগ করেছিলেন মুকুল রায়৷ তারই প্রেক্ষিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন অভিষেক৷ এর ভিত্তিতে এ দিন ব্যাঙ্কশাল আদালতে নিজের বয়ান লিপিবদ্ধ করতে গিয়েছিলেন তিনি৷
প্রসঙ্গত, এরই মাঝে গত সপ্তাহে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে নিজের অভিযোগের সপক্ষে রীতিমতো তথ্য তুলে ধরেছিলেন তৃণমূলের এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ড৷ ‘জাগো বাংলা’, ‘বিশ্ব বাংলা’ ইস্যুতে রীতিমতো অভিষেকের হলফনামা দেখিয়ে তিনি বলেছিলেন, ‘‘আমার অভিযোগের সত্যতা রয়েছে বলেই ১৩ নভেম্বর রাজ্য সরকারকে চিঠি লিখে ওই দুটি সংস্থা থেকে তাঁর মালিকানারা দাবি প্রত্যাহার করেছেন৷’’
এ বিষয়ে এতদিন সরাসরি কোনও মন্তব্য করতে দেখা যায়নি তৃণমূলের প্রথমসারির শীর্ষ নেতাদের৷ যদিও এদিন আদালতে নিজের বয়ান লিপিবদ্ধ করার পর অভিষেক যাবতীয় অভিযোগ ‘মিথ্য’ দাবি করে বলেছেন, ‘‘ক্ষমতা থাকলে উনি অভিযোগের সত্যতা প্রমাণ করুন৷ না হলে বাংলা ছেড়ে চলে যান৷’’ সংশ্লিষ্ট সংস্থাগুলি থেকে অভিষেক আর্থিকভাবে উপকৃত হয়েছেন বলে দাবি করেছিলেন মুকুল রায়৷ এদিন তাঁর বিরুদ্ধে অভিষেকের পাল্টা অভিযোগ, ‘‘আমি নয়, বিশ্ব বাংলা-জাগো বাংলা থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন স্বয়ং মুকুল রায়৷’’
এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের যুব নেতা সৌম্য বক্সি ও তৃণমূল বরো চেয়ারম্যান অনিন্দ্য রাউত। ‌‌বিজেপিতে যোগ দেওয়ার পর অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে একের পর এক অভিযোগের তীর ছুঁড়ছেন মুকুল রায়। বিশ্ববাংলা ব্র্যান্ড নিয়ে মুকুলের বক্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অভিষেক ব্যানার্জির। যে কারণেই মুকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন তিনি। ছিলেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু ও অমিত ভট্টাচার্য।
মুকুল ঘনিষ্ঠ শিবির অবশ্য জানিয়েছেন, সঠিক সময়েই আদালতে মুকুল রায় প্রমাণ করে দেবেন- কে সত্যি কথা বলছেন আর কে মিথ্যে বলছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *