BRAKING NEWS

আগরতলায় মানব শৃঙ্খল সাংবাদিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷  বৃহস্পতিবার জাতীয় প্রেস দিবস৷ আর এই দিনটি রাজ্যেও পালিত হল নানাভাবে৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনরত সব সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কর্মীরাও এই দিনটি বিশেষভাবে পালন করেছেন৷ শান্তনু হত্যার পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করে যাচ্ছে৷ এই হত্যাকান্ডের সিবিআই তদন্ত চেয়ে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের দ্বারস্থও হয়েছেন৷ একিই দাবিতে বৃহস্পতিবার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ বিশেষ আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছিল৷ সকাল থেকে রাজধানীর উত্তর গেইটের সামনে মানবশৃঙ্খল তৈরী করেন সাংবাদিকরা৷ এই কর্মসূচিতে সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যা-পরবর্তী সরকারের ভূমিকার প্রতিবাদ জানান৷ আজ এই মানবশৃঙ্খলে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজ্যের সচেতন  নাগরিক এবং নানা অংশের মানুষও যোগদান করেন৷ একই সঙ্গে রাজ্যের প্রতিবাদী চিত্রশিল্পীরা এই স্থানে হাজির হয়ে সাংবাদিকদের দাবির সমর্থনে ছবি আঁকেন৷ এই আন্দোলন কর্মসূচিতে যোগদান করে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবলকুমার দে জানান, রাজ্য পুলিশ এখনও স্বীকার করছে না যে শান্তনু ভৌমিকের আসল খুনিদের ধরা হয়েছে৷ এই হত্যার পর সিট গঠন করা হয়েছে৷ কিন্তু ইতোপূর্বে রাজ্যের নানা ঘটনায় সিট-এর ব্যর্থতাও সামনে এসেছে৷ তাই অবিলম্বে শান্তনু ভৌমিকের হত্যাকান্ডের তদন্তভার সিবিআইকে দেওয়া হোক৷ বলেন, রাজ্যে সাংবাদিকরা এখন ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন৷ কিন্তু একটি ক্ষেত্রেও বিচার পাচ্ছেন না তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *