BRAKING NEWS

সোম‌বার সূর্যোদয়কালীন দক্ষিণ-পূর্ব আকাশে একইসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শুক্র

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): সোমবার এক বিরল মহাজাগতিক ঘটনা দেখা যাবে। আকাশের বুকে মিলে যাবে বৃহস্পতি ও শুক্র। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সূর্যোদয়কালীন দক্ষিণ-পূর্ব আকাশে একইসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শুক্র।
কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখা যাবে বৃহস্পতি এবং শুক্র। এরপরে ওই দুটি গ্রহ দিগন্তে ডুবে যাবে।
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সূর্য ওঠার আগে দক্ষিণ-পূর্ব আকাশে কয়েক সেকেন্ডের ব্যবধানে বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহই কার্যত এক হয়ে গিয়ে আকাশে একটি বড় নক্ষত্রের মত জ্বলজ্বল করবে। একঘণ্টা স্থায়ী হবে এই পরিস্থিতি। তারপর দিগন্তে ডুবে যাবে।
পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য। তবে ভারতবাসী এই দুর্লভ দৃশ্য চাক্ষুষ করা থেকে বঞ্চিত থাকবে। এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে ইংল্যান্ড থেকে। উল্লেখ্য, সৌরজগতে এই দুই গ্রহের মধ্যে দূরত্ব ৪১ কোটি ৪০ লাখ মাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *