BRAKING NEWS

উত্তর আয়ারল্যান্ডে ল্যান্ডিংয়ের সময় মুখ থুবড়ে পড়ল বিমান

বেলফাস্ট, ১১ নভেম্বর (হি.স.) : উত্তর আয়ারল্যান্ডের জর্জ বেস্ট বিমানবন্দরে বিমান ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা । একেবারে মুখ থুবড়ে পড়ল বিমান৷ অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিমানের ভিতরে থাকা ৫৬ জন যাত্রী ৷
বিমান দুর্ঘটনাটি ঘটেছে ৷ ওড়ার পর থেকেই বিমানের ভিতর সমস্যা দেখা যায় ৷ বিমানের সামনের চাকাতে সমস্যা রয়েছে বুঝতে পারেন পাইলট ৷ ফ্লাইবে বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ বিমানটি সকাল ১১ টা ৭ মিনিটে বেলফাস্টের বিমানবন্দর থেকে ওড়ার পরে আবার সেখানেই ক্র্যাশ ল্যান্ডিং করে ৷ তবে ওড়ার পর পাইলট বিমানের সমস্যা বুঝতে পেরে জরুরি অবস্থার ঘোষণা করেন ৷ ওই অবস্থায় আকাশে প্রায় এক ঘণ্টা চক্করও কাটে বিমানটি ৷ অল্পের জন্য বিমানটিকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচান পাইলট ৷ মাত্র এক মাস আগেই ফ্লাইবে সংস্থার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল নেদারল্যান্ডসের অ্যামস্টারডম বিমানবন্দরে ৷ এই ঘটনার একমাস যেতে না যেতেই ফের দুর্ঘটনার কবলে পড়ল ফ্লাইবে-র আরও একটি ছোট বিমান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *