BRAKING NEWS

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছেলে শৌর্য্য ডোভালকে ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছেলে শৌর্য্য ডোভালকে ঘিরে বিতর্ক। তিনি ইন্ডিয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন চালান। সেটির পরিচালন সমিতিতে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন বলে একটি সংবাদ প্রতিবেদনের খবর। সংবাদপত্রের রিপোর্টে প্রকাশ, ডোভাল-পুত্র জেমিনি ফিনান্সিয়াল সার্ভিসেস নামে একটি আর্থিক পরিষেবা দেওয়া সংস্থার শরিক। আবার তাঁর থিঙ্কট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর পদে বসে রয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীরা। শৌর্য্যের সংস্থাটি আর্থিক সাহায্যের জন্য নানা দেশি-বিদেশী কর্পোরেটদের ওপর নির্ভরশীল, যাদের কয়েকটির সঙ্গে কেন্দ্রের সরকারের লেনদেন আছে।
কংগ্রেস বলেছে, মোদী তাঁর ৪ মন্ত্রীকে বরখাস্ত করুন, যাঁরা ডোভালের ছেলের সংস্থার ডিরেক্টর। সিবিআই তদন্ত হোক।কংগ্রেসের দাবি, ইন্ডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানকে যেসব সংস্থা স্পনসর করে, তারা প্রতিরক্ষা, বিদেশ, বাণিজ্য, অসামরিক বিমান পরিবহণের সঙ্গে নানাভাবে যুক্ত।আবার এই মন্ত্রকগুলির মন্ত্রীরাই ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর।তাই এক্ষেত্রে স্বার্থের সংঘাত লক্ষ্য করা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করেছেন, শাহ-জাদা অর্থাত্ অমিত শাহের ছেলের বিরাট সাফল্যের পর বিজেপির নয়া উপহার, অজিত শৌর্য্যের কাহিনি। উল্লেখ্য, এর আগে বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের ব্যবসা ফুলেফেঁপে ওঠার অভিযোগ তুলেও মোদী সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। তাদের দাবি, ২০১৪-১৫ আর্থিক বছরে অমিত শাহের ছেলের কোম্পানির আয় ছিল মাত্র ৫০ হাজার টাক! অথচ এক বছরের মধ্যেই সেই কোম্পানিরই ব্যবসা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি টাকা| অজিত ডোভালের ছেলে শৌর্য্য ডোভাল অবশ্য এই ঘটনায় অভিযোগকারী সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা রুজু হয়েছে|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *