BRAKING NEWS

বিহারে ইন্দো-নেপাল সীমান্ত থেকে উদ্ধার ৮৬০ বোতল মদ, চম্পট দিয়েছে পাচারকারীরা

আরারিয় (বিহার), ৩ নভেম্বর (হি.স.): বিহারের আরারিয়া জেলায় ইন্দো-নেপাল সীমান্ত থেকে ৮৬০ বোতল মদ উদ্ধার করল সশস্ত্র সীমা বল (এসএসবি)| এসএসবি-র ৫৬ ব্যাটালিয়নের কমান্ডার মুকেশ গৌতম জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আরারিয়া জেলার ফুলকাহা আউটপোস্টের অন্তর্গত মানিকপুর গ্রাম সংলগ্ন ১৮৯/২ নম্বর পিলারের কাছে তিনটি বাইক আটকায় এসএসবি বাহিনী|
নেপাল থেকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে আসা হয়েছিল ৮৬০ বোতল মদ| উদ্ধার হওয়া মদের বাজার মূল্য আনুমানিক ৪.৩০ লক্ষ টাকা| তবে, তিন পাচারকারীকে ধরতে পারেননি এসএসবি জওয়ানরা| উদ্ধার হওয়া ৮৬০ বোতল মদ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *