BRAKING NEWS

ভূমিকম্প কেঁপে উঠল হিমাচলপ্রদেশের মান্ডি, কম্পনের মাত্রা ৪.৪

সিমলা, ২৭ অক্টোবর (হি.স.) : ভূমিকম্প কেঁপে উঠল হিমাচলপ্রদেশের মান্ডি৷
সূত্রের খবর, শুক্রবার সকাল ৮.০৭ মিনিট নাগাদ হিমাচলপ্রদেশের মান্ডি ভূমিকম্পে কেঁপে ওঠে৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৪৷ তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি৷
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭৷ বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়৷ ভূ-পৃষ্ঠ থেকে কত গভীরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল, তা এখনও জানানো হয়নি৷ কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি৷ কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি৷
কিছুদিন আগে গত ১০ অক্টোবর আন্দামানে ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩৷ তার আগে ৬ অক্টোবর আন্দামানে ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯৷ ৩ অক্টোবরও দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়৷ সেদিন ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৫৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *