BRAKING NEWS

কোস্ট গার্ডের অনুষ্ঠান বয়কট করল ভারত

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের সম্পর্কই রাখতে রাজি নয় ভারত। আর সেই বার্তা দিতেই পাকিস্তানে হওয়া কোস্ট গার্ডের অনুষ্ঠান বয়কট করল ভারত। সম্প্রতি ইসলামাবাদে এশিয়ার একাধিক দেশের কোস্ট গার্ডের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর সেই অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত ২৪ ও ২৫ অক্টোবরের ওই সম্মেলনে অংশ নিয়েছে এশিয়ার ১৩টি দেশের উপকূলরক্ষা বাহিনীর প্রতিনিধিরা।
প্রাথমিকভাবে পাকিস্তানের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভিসার বন্দোবস্তও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই বার্তা দেওয়া হয় যে, এটা পাকিস্তানের যাওয়ার সঠিক সময় নয়। কোস্ট গার্ডের মুখপাত্র আরকে সিং জানিয়েছেন, ‘কোস্ট গার্ডের কোনও প্রতিনিধি পাকিস্তানে যায়নি। এর থেকে বেশি কিছু বলার নেই। ‘
পাঠানকোট এয়ারবেসে হামলার পর পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত ত্যাগ করে ভারত। এরপর ২০১৬ তে উরি হামলার জেরে সম্পর্কের আরও অবনতি হয়। আর কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে কুলভূষণ যাদবকে ফাঁসির নির্দেশ। শুধুমাত্র সিন্ধু জলচুক্তি নিয়েই ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে।
যদিও এই ধরনের অনুষ্ঠানে যোগ না দিলেও পাক নাগরিকদের প্রতি সৌজন্য বজায় রাখবে বলেই জানিয়েছে কেন্দ্র। এমনকি নভেম্বরের শুরুতেই সৌজন্যের খাতিরে একাধিক পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলেও সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *