BRAKING NEWS

শান্তনু হত্যা মামলায় পুলিশের অবস্থানে সংশয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ শান্তনু হত্যা মামলায় পুলিশের অবস্থান ঘিরে তীব্র সংশয় দেখা দিয়েছে৷ পুলিশ

মান্দাইয়ে এসডিপিওর সাথে কথা বলেন সাংবাদিকদের প্রতিনিধিদল৷

কোন বিষয়ই সদূত্তর দিচ্ছে না৷ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা থেকে পালাচ্ছে সাধারণ মানুষ৷ রাজ্যের সাংবাদিকদের নয়টি সংগঠনের প্রতিনিধিরা আজ শান্তনু হত্যাকান্ডের স্থল পরিদর্শনে গিয়ে পুলিশের ভূমিকায় হতবাক হয়ে যায়৷ মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মা সঠিকভাবেই বলতেই পারছেন না শান্তনু হত্যায় অভিযুক্ত দুজনকে কখন গ্রেফতার করা হয়েছিল৷ এবিষয়ে থানায় কোন তথ্যও নেই৷ তবে অভিযুক্ত দুজনকে হত্যাকান্ডের আগেই আটক করা হয়েছিল বলে অভিযোগ৷ পুলিশের এই আধিকারিক সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি৷ তবে তিনি বলেন, আমার উপর চাপ রয়েছে ফলে সব কিছু বলা যাবে না, তবে শান্তনুকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল৷ এদিকে এতদিন শান্তুনুকে জঙ্গলে নিয়ে হত্যা করার কথা হলেও আজ অনেক বিষয়ে খোলাসা হয়ে গেছে৷ পুলিশ শান্তনুর দেহ প্রান্তির স্থলটি সাংবাদিকদের দেখিয়েছে৷ মান্দাই বিদ্যালয়ের মাঠের বিপরীতে ধর্মীয় সংখ্যালঘুদের একটি জনবসতি রয়েছে আর সেখানেই একটি বাড়ির পেছনে দিকের ঝোপের মধ্যে শান্তুনুকে টাক্কাাল (ত্রিপুরার উপজাতিদের ব্যবহৃত দা) দিয়ে কোপানো হয় বলে অভিযোগ৷ এখনও আশপাশের গাছ এবং বন লতায় রক্তের ছিটা এবং মাটিতে রক্তের দাগ রয়েছে৷ একেই সঙ্গে স্থানটি জুড়ে রয়েছে প্রচন্ড দুর্গন্ধ৷ সংশ্লিষ্ট বাড়ির লোকেরা ইতিমধ্যেই এলাকা ছেড়ে পালিয়েছেন৷ পার্শ্ববর্তী বাড়ির ঝানু মিয়াঁ বলেন, পুলিশের সামনেই সিপিআইএম এবং আইপিএফটির সংঘর্ষ হয়েছে তবে কে কোন দলের তা বোঝা সম্ভব হয়নি৷ পুলিশের সামনেই সাংবাদিক শান্তনু ভৌমিককে কোপানো হয়েছে৷ অন্যদিকে পুলিশ এখনও সংশ্লিষ্ট বিষয়ে শুধু গোপনীয়তা বজায় রেখে চলার চেষ্টা করছে৷ জনমনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে৷ নিরাপদ আশ্রয়ের সন্ধানে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা থেকে পালাচ্ছে সাধারণ মানুষ৷
এদিকে, রাজ্যের নিহত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার স্থানের সামনেই সাংবাদিকরা আজ ধর্ণায় বসে৷ সাংবাদিকরা পুনরায় সংশ্লিষ্ট বিষয়ে সিবিআই তদন্তে দাবী করেছে৷ মঙ্গলবার খুব ভোরে রাজ্যের সাংবাদিকদের ৯টি সংগঠনের প্রতিনিধিরা শান্তনু ভৌমিকের হত্যার স্থানে মান্দাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে৷ পথে বিভিন্ন স্থানে সাংবাদিকরা স্থানীয় জাতি উপজাতি উভয় অংসের জনগণের সঙ্গে কথাবর্র্ত বলেন৷ স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷ পরে সাংবাদিকরা এই হত্যাকাণ্ডে ধিক্কার জানিয়ে শান্তনু ভৌমিককে যে স্থানটিতে খুন করা হযেছে তার পাশে রাস্তার ধারে ধর্র্নয় বসেন সাংবাদিকরা৷ দুই ঘন্টার এই ধর্নার পর সাংবাদিকরা স্থানীয় মান্দাই থানায় গিয়ে সংশ্লিষ্ট খুনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷ যদিও তদন্তের বিষয়ে পুলিস তাদের কোন সাফল্যের কথা উল্লেক করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *