BRAKING NEWS

শহরের তুলনায় পুজো প্যান্ডেল বেশী গ্রাম ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ দুর্র্গেৎসব নির্বিঘ্নে সম্মন্ন করার লক্ষ্যে রাজ্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নিয়েছে৷ দুর্র্গেৎসবে নাশকতার কোন হুমকি এখনও পর্যন্ত রাজ্য পুলিশের নজরে আসেনি৷ তবুও, সারা রাজ্যে সাড়ে ৪ হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন৷ সমপরিমান টিএসআর জওয়ানও নিরাপত্তার কাজে মোতায়েন করা হবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷
এদিন তিনি জানিয়েছেন, দুর্র্গেৎসবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক রাখতে রাজ্য পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে৷ তিনি জানান, সাড়ে ৪ হাজার পুলিশকর্মী এবং সমপরিমান টিএসআর জওয়ান সারা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে থাকবেন৷ মোট ১৪২টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে৷ এরমধ্যে ২৪ টি পুলিশ সহায়তা কেন্দ্র কেবলমাত্র আগরতলা শহরের জন্য খোলা হয়েছে৷ তাছাড়া ৭৯টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে৷ এরমধ্যে ১২টি ওয়াচ টাওয়ার কেবলমাত্র আগরতলায় স্থাপন করা হয়েছে৷
এদিন তিনি জানান, সারা রাজ্যে মোট ২৪৩৬ টি প্যান্ডেলে দুর্র্গপুজা অনুষ্ঠিত হচ্ছে৷ এরমধ্যে শহর এলাকায় ৯৫৪টি এবং গ্রামীন এলাকায় ১৪৮২টি দুর্গাপুজা মহাধূমধামে পালিত হচ্ছে৷ আগরতলা এবং তৎসংলগ্ণ এলাকায় মোট দুর্গাপুজার সংখ্যা ৪৮২টি৷ ডিজিপি জানিয়েছেন, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থানে পুজা প্যান্ডেলে মেটেল ডিটেক্টর স্থাপন করা হয়েছে৷ পাশাপাশি থাকবে সিসিটিভি সর্বেক্ষনও৷ তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্থানে সিসিটিভি লাগানো হয়েছে৷ আগরতলা শহরে বর্তমানে ৮৫টি সিসিটিভি রয়েছে৷ পুলিশ আরো ১০৬টি সিসিটিভি ভাড়া নিয়েছে৷ বড় পুজা প্যান্ডেল গুলিতে আয়োজকদের সিসিটিভি এবং বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে৷ এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে পুজা দেখতে বহু মানুষের সমাগম ঘটতে পারে বলে রাজ্য পুলিশ অনুমান করছে৷ তাই বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষকে পুলিশের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷ আগরতলা শহরে দুর্র্গেৎসবের চারদিন বিকেল থেকে যান চলাচলে নির্দিষ্ট কিছু স্থানে বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ তাছাড়া বিএসএফ কে অনুরোধ জানানো হয়েছে সীমান্ত সিল করে দেওয়ার জন্য৷ রাজ্য পুলিশের মহানির্দেশক জানান দুর্র্গেৎসবের দিন গুলিতে বিএসএফ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে৷ তিনি জানান, সিআরপিএফকেও স্পর্শকাতর এলাকাগুলিতে পেট্রোলিং জারি রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ আরপিএফ এবং জিআরপিকেও রেল পরিষেবায় যাতে কোন রকমের ঘটনা না ঘটে সেদিকে বিশেষ ভাবে নজর রাখার জন্য বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *