BRAKING NEWS

নীল তিমির হানা তামিলনাড়ুতে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ছাত্রের

মাদুরাই, ৩১ আগস্ট (হি.স.) : এবার ব্লু হোয়েল চ্যালেঞ্জ-এর শিকার তামিলনাড়ুর মাদুরাইয়ের এক যুবক৷ বছর উনিশের এই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷
ভিগনেশ নামে ওই যুবক একটি বেসরকারি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল৷ পুলিশ তার বাঁহাতে ব্লু হোয়েলের নিশান আবিষ্কার করে৷ তার বন্ধুদের মতে, ভিগনেশ দিনের বেশিরভাগ সময়টাই মোবাইলে গেম খেলে কাটাত৷ সে যে গেমের সঙ্গে জড়িয়ে পড়েছিল, এটিই তার সবথেকে বড় প্রমাণ৷ এছাড়াও পুলিশ তার কাছ থেকে একটি সুইসাইড নোট আবিষ্কার করেছে৷ সেখানে ভিগনেশ লিখেছে, “ব্লু হোয়েল শুধু খেলা নয়৷ বিপদ৷ একবার যদি তুমি ঢোকো, আর কখনই বেরোতে পারবে না৷”
এই প্রথম তামিলনাড়ুর কেউ ব্লু হোয়েলের শিকার হল৷ এর আগে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কেরালা থেকে মৃত্যুর খবর এসেছে৷ এরা প্রত্যেকেই ব্লু হোয়েলের শিকার হয়েছিল৷ একাধিক রাষ্ট্র এই মারণখেলাকে দেশে ব্যান করে দিয়েছে৷ ভারত সরকারের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক করা হয়েছে৷ বলা হয়েছে, তারা যেন তাদের সন্তানদের উপর নজর রাখেন৷ এই নিয়ে পশ্চিমবঙ্গে সিআইডি তাদের ফেসবুক পেজে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে৷ এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ভারত সরকার৷ দেশের সমস্ত অনলাই সংস্থাকে চিঠি দিয়ে ব্লু হোয়েল চ্যালেঞ্জ-এর মতো যাবতীয় অনলাইন গেম ডিলিট করতে নির্দেশ দেওয়া হয়েছে৷বিষয়টি নিয়ে অনেক আগেই বন্ধ করার জন্য সরব হন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী৷ এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *