BRAKING NEWS

বন্যার জন্য বন্ধ ট্রেন চলাচল শুরু হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ ত্রিপুরা, অসম, বিহার সহ উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলে সম্প্রতি বন্যায় বিপর্যন্ত এলাকা দিয়ে রেল চলাচল দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় রেল পরিষেবা শুরু হয়েছে৷ আজ বিকেলে ৪টা থেকে প্রথম মালবাহী ট্রেন চলাচল করে৷ পরে শুরু হবে যাত্রীবাহী আপ ট্রেন চলাচল৷ উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জানাগেছে, প্রথম দিনে আগরতলার সাথে রেল সংযোগ চালু হচেছ না কলকাতা ও নয়াদিল্লির৷ আগরতলার দূরপাল্লা ট্রেন সংযোগ চালু হবে সেপ্ঢেম্বর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে৷ তবে আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালানো হলেও আগরতলা – দিল্লি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এখনি চলবে না বলে সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *