BRAKING NEWS

পুলওয়ামার শহিদদের শেষশ্রদ্ধা জানাল সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশ

শ্রীনগর, ২৭ আগস্ট (হি.স.) : শহিদদের শেষশ্রদ্ধা জানাল সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশ। রবিবার সকালে জেলা পুলিশ লাইনে শহিদদের শেষশ্রদ্ধা জানায় সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশ। তারপর তাঁদের মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের নিজেদের বাড়িতে।
দীর্ঘ ১৮ ঘণ্টা পর রবিবার সকালে শেষ হল জম্মু–কাশ্মীরের পুলওয়ামার জেলার সংঘর্ষ । হয়েছেন হামলার দায় স্বীকার করেছে জৈশ–ই–মহম্মদ। ওই লড়াইয়ে তিন ফিদাঁয়ে জঙ্গিকে খতম করেছে যৌথবাহিনী। তবে পুলিশ লাইনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন যৌথবাহিনীর আটজন | ৪ সিআরপিএফ জওয়ান এবং ৪ পুলিশকর্মী।
শহিদ ৪ সিআরপিএফ জওয়ানরা হলেন— রবীন্দ্র বাব্বান ধনওয়াড়ে, জসওয়ান্ত সিং, বোরাস দিনেশ দীপক, মহম্মদ ইয়াসিন তালি। রবীন্দ্র পুনের বাসিন্দা। জসওয়ান্ত গুরুগ্রামের বাসিন্দা। দিনেশ আহমেদাবাদের নারোড়ার বাসিন্দা এবং ইয়াসিন বারামুল্লার পাট্টনের বাসিন্দা। হামলার তীব্র নিন্দা করে শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি এবং জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
এদিন সকালে জেলা পুলিশ লাইনে শহিদদের শেষশ্রদ্ধা জানায় সিআরপিএফ এবং রাজ্য পুলিশ । তারপর তাঁদের মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তাঁদের নিজেদের বাড়িতে। পাড়ার ছেলেদের শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। ছেলেরা দেশের হয়ে প্রাণ ত্যাগ করায় খুশি হলেও শহিদদের আত্মীয়রা জঙ্গি মোকাবিলায় সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে আবেদন করেন। এদিকে, জঙ্গি মৃত্যুর প্রতিবাদে রবিবার পুলওয়ামা জুড়ে চলছে বন্‌ধ। শুনশান রাস্তা। বন্ধ দোকানপাট।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *