BRAKING NEWS

দেশে মাওবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদী কার্যকলাপ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লখনউ, ২০ আগস্ট (হি.স.): রবিবার লখনউয়ে জাতীয় তদন্তকারী সংস্থার কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখানে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে রাজনাথ বিশেষ কয়েকটি প্রসঙ্গ উত্থাপন করেন। তার ভিতর রয়েছে মাওবাদ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদ।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইএ-র ভূমিকার জন্যেই জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা কমে এসেছে। সেইসঙ্গে কমেছে মাওবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদও।

এদিন লখনউয়ে এনআইএ-র নতুন ভবনের উদ্বোধন করতে গিয়ে এই কথাগুলি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন, দেশের মাওবাদী কার্যকলাপ ৩৫ থেকে ৪০ শতাংশ কমে গিয়েছে। তাছাড়া, উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপও ৭৫ শতাংশ কমে গিয়েছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে জয় হবে বলে এদিন মন্তব্য করেন রাজনাথ।

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অনুষ্ঠানে হাজির ছিলেন। যোগী আদিত্যনাথ বলেছেন, প্রতি ৬ মাস অন্তর রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে এনআইএ-র বৈঠক হলে ভালো হয়। তাঁর এই প্রস্তাবকে সমর্থন করে রাজনাথ বলেন, তথ্য আদান-প্রদান করাটা খুবই জরুরি। ভাল কাজের জন্যে সমন্বয় থাকাটা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *