BRAKING NEWS

কর্নাটকের কংগ্রেসমন্ত্রী শিবকুমারের দিল্লির বাড়িতে আয়করের তল্লাশি

নয়াদিল্লি, ৩ অগাষ্ট (হি.স.) : কর্নাটকের কংগ্রেসমন্ত্রী ডিকে শিবকুমারের দিল্লির বাড়িতে বৃহস্পতিবারও তল্লাশি চালাল আয়কর দফতর| বুধবার তল্লাশি চালিয়ে শিবকুমারের কাছ থেকে ১০ কোটি টাকা উদ্ধার হয়েছে| কর ফাঁকির অভিযোগের তদন্তে এই তল্লাশি বলে সূত্রের খবর| দল ৱাঁচাতে গুজরাটের ৪২ কংগ্রেস বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছে কর্নাটকে| তঁাদের বেঙ্গালুরুর ইগালেটন গল্ফ রিসর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে| আর এই পুরো ব্যবস্থা করেছেন কর্নাটক কংগ্রেসের এই নেতা| এই অবস্থায় শিবকুমারের বাড়িতে আয়কর হানা দেওয়ায় স্বাভাবিকভাৱেই রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি| বিরোধী কংগ্রেসের অভিযোগ, শিবকুমারের বাড়ি এৱং অফিসে তদন্তের জন্য কেন এই সময়কেই বেছে নেওয়া হল? গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এৱং ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে কংগ্রেস|
উল্লেখ্য, বুধবার সংসদে এই নিয়ে বিতর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ৬০ জায়গায় তল্লাশি চালানো হয়েছে| তাই শিবকুমারকে নিয়ে কংগ্রেসের অভিযোগ অমূলক| তাঁর কথায়, রিসর্টে কেউ হানা দেয়নি| গুজরাটের কোনও বিধায়ককেও তল্লাশি চালানো হয়নি| আয়কর আধিকারিকদের সঙ্গে কোনও যোগাযোগই হয়নি বিধায়কদের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *