BRAKING NEWS

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথানমন্ত্রী পদে ইস্তফা দিলেন পানামা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত শরিফ

ইসলামাবাদ, ২৮ জুলাই (হি.স.): পানামা দুর্নীতি মামলায় সুপিম কোর্টের নির্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নওয়াজ় শরিফ | পানামা পেপারের ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে নওয়াজ় শরিফের বিরুদ্ধে মামলা হয়| শুক্রবার ওই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করে পাক সুপ্রিম কোর্ট| যার জেরে ওই পদে থাকার যোগ্যতা হারান শরিফ| তারপরই এদিন পাক প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি| সুপ্রিম কোর্টের রায়ে খুশি শরিফ বিরোধীরা|
আজ বিচারপতি আসিফ সঈফ খোসা, বিচারপতি এজাজ আফজল খান, বিচারপতি গুলজার আহমেদ, বিচারপতি শেখ আজমত সঈদ ও বিচারপতি এজাজুল আহসান-এর পাঁচ সদস্যের বেঞ্চ রায় দিয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তিনি| তাঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বু্যরো (এনএবি)-র কাছে পাঠাতেও নির্দেশ দিয়েছে পাক সর্বোচ্চ আদালত| সর্বসম্মতির ভিত্তিতে দেওয়া রায়ে আদালত এও নির্দেশ দিয়েছে, শরিফের বিরুদ্ধে একটি মামলা রুজু করতে হবে, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে রেফারেন্স পাঠাতে হবে অ্যাকাউন্টেবিলিটি কোর্টে| ৬ সপ্তাহের মধ্যে পাক প্রধানমন্ত্রী বিরুদ্ধে মামলার নিষ্পত্তি করে ফেলতেও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বু্যরোকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|
সর্বোচ্চ আদালতের পর‌্যবেক্ষণে ৬৭ বছর বয়সি শরিফ সম্পর্কে তীব্র নিন্দাসূচক মত রয়েছে| ৫ বিচারপতির বেঞ্চ বলেছে, পার্লামেন্ট ও বিভিন্ন আদালতের সঙ্গে অসত্ আচরণ করেছেন তিনি, তাই প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন| গত জানুয়ারিতে যে বেঞ্চে এই ঐতিহাসিক মামলার শুনানি হয়, তারাই আজ রায় দিয়েছে| আরও ওই রায়ের পরই প্রধানমন্ত্রী পদ ছাড়েন শরিফ|
রায়ে খুশি শরিফ বিরোধীরা| জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বা জিটের তদন্তে আস্থা প্রকাশ করে বিরোধী দলগুলি বলেছে, ন্যায়ের কাঠগড়ায় সবাই সমান| বিচারপতিদেরও ধন্যবাদ দেন বিরোধী নেতারা| তাঁরা বলেন, এবার আইনের কাছে মাথা নত করতেই হবে শরিফকে|
প্রসঙ্গত, গত বছর পানামার মোসাক ফোনসেকা নামে একটি আইনি সংস্থার প্রায় ১ কোটি ৫০ লাখ কর-নথি ফাঁস হয়ে যায়| বিশ্বের বেশ কিছু সংবাদমাধ্যমে ওই আইনি সংস্থার গোপন নথি ফাঁস হয়| কর ফাঁকি দিতে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা গোপনে বৈদৈশিক লেনদেন করেছে বলে অভিযোগ ওঠে| সেই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবারও| ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি সংস্থার মাধ্যমে শরিফ এবং তাঁর পরিবার লন্ডনে সম্পত্তি কিনেছে বলে অভিযোগ| শরিফ তবে নওয়াজ় শরিফের দল পাকিস্থান মুসলিম লিগ জানিয়ে দেয়, দেশে ও বিদেশে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেছে শরিফ পরিবার| তবে পানামা পেপার ফাঁস হওয়ার পর এবিষয়ে শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়|
সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জিট) | পাঁচ বিচারপতি নিয়ে গঠিত বেঞ্চে গত বছরের ৩ নভেম্বর থেকে শুনানি শুরু হয়| ৩৫ বার শুনানি হয়েছে| শুনানি শেষ হয় ২৩ ফেব্রুয়ারি| ২০ এপ্রিল ওই মামলার রায়দান ছিল |তখন অনেকে আশঙ্কা করছিলেন, নওয়াজ় শরিফকে পদত্যাগের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট | কিন্তু, পাঁচ বিচারপতির মধ্যে দুই বিচারপতি পদত্যাগের নির্দেশ দেওয়ার পক্ষে ছিলেন| তিন বিচারপতি পদত্যাগের বিরুদ্ধে মত দেন| তিনজন বিচারপতি পদত্যাগের বিরুদ্ধে হওয়ায় তখনকার মতো শরিফের গদি বেঁচেছিল | তবে বিচারপতিরা শরিফের পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে নতুন করে তদন্তের জন্য জিট গঠনের নির্দেশ দেন | এরপর নিয়মিত এই মামলার শুনানি চলছিল | আর আজ সুপ্রিম কোর্ট শরিফকে দোষী সাব্যস্ত করে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *