BRAKING NEWS

ডিএসপি আয়ুব পণ্ডিতকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার ২০ জন অভিযুক্ত

শ্রীনগর, ২৪ জুলাই (হি.স.) : শ্রীনগরের ডিএসপি আয়ুব পণ্ডিতকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল ২০ জন অভিযুক্তকে | এই ঘটনায় জড়িত আরও ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের আইজি মুনির খান| গোটা ঘটনাকে প্রশাসন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ধরনের ঘটনা কাশ্মীরে প্রথমবার ঘটল বলে জানিয়েছেন আইজি|

সাংবাদিক বৈঠকে আইজি জানান, ঘটনার মূল অভিযুক্ত হিজৱুল মুজাহিদিন জঙ্গি সাজিদ আহমেদ গিলকর ইতিমধ্যেই মৃত | গত ১২ জুলাই ৱুদগাম জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায় সে| বাকি কুড়ি জনকে গ্রেফতার করা হয়েছে | গত মাসের ২২ তারিখ আয়ুব সারারাত ধরে শ্রীনগরের নৌহাট্টা এলাকার জামিয়া মসজিদের নমাজ চলাকালীন নিরাপত্তার দায়িত্বে ছিলেন| নমাজ শেষে হিজৱুল মুজাহিদিন জঙ্গি জাকির মুসার সমর্থনে স্লোগান দিতে থাকে উপস্থিত বেশ কিছু মানুষ| তারা বহিরাগত বলেই জানাচ্ছেন মুনির খান| এরপরেই আয়ুব পণ্ডিতকে লক্ষ্য করে হামলা চলে বলে পুলিশ সূত্রে খবর | জনতাকে ছত্রভঙ্গ করতে তিনি গুলি চালান বলে অভিযোগ | তার আচমকা গুলিচালনায় তিনজন গুরুতর জখম হন | এরপরেই ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃতু্য হয় তাঁর|

পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিক এই এলাকাতেই নিজের ডিউটি করছিলেন | নিজের আত্মরক্ষার জন্য শূন্যে গুলিও ছোড়েন তিনি| তবে শেষরক্ষা হয়নি| এদিকে, আয়ুব পণ্ডিত ওই মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে কর্তব্যরত ছিলেন| স্থানীয় বাসিন্দারা অনেকেই তাঁকে চিনত বলে খবর| তারপরেও এই হামলা কেন চলল, তা নিয়ে প্রশ্ন উঠছে| প্রসঙ্গত, এই ঘটনা উপত্যকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত করে তোলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *