BRAKING NEWS

মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি ডোডা, মৃত ৭

শ্রীনগর, ২০ জুলাই (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বানভাসি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার থাথ্রি টাউন| বৃহস্পতিবার ভোররাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে| বৃষ্টির জেরে হঠাত্ই হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই| এখনও পর‌্যন্ত ৭ জনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে| আহত হয়েছেন অন্তত ১১ জন| আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত ২.২০ মিনিট থেকে ডোডা জেলার থাথ্রি টাউনে মেঘ ভাঙা বৃষ্টিপাত শুরু হয়| বৃষ্টির তোড়ে ভেসে যায় ১০-১২টি বাড়ি| যুদ্ধকালীন তত্পরতায় ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও পর‌্যন্ত ৭ জনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে| প্রবল বর্ষণের কারণে আপাতত বন্ধ বাতোতে-ডোডা-কিশত্বর ন্যাশনাল হাইওয়ে|

ডোডার এসপি (সদর দফতর) আই. আহমেদ জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টির জেরে বানভাসি থাথ্রি টাউন| ভেসে গিয়েছে ১০-১২টি বাড়ি| ৫ জন মহিলা সহ এখনও পর‌্যন্ত ৭ জনের মৃতু্য হয়েছে| আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতেদর নাম হল, নারু দেবী (৪০), স্বপা দেবী (১৪), প্রিয়া দেবী (৭) এবং রাহুল (৯)| বাকি ৩ জনের নাম ও পরিচয় এখনও পর‌্যন্ত জানা যায়নি| এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *