BRAKING NEWS

শশীকলা কাণ্ড ফাঁস করা ডি রূপাকে বদলি করে দেওয়া হল ট্রাফিক বিভাগে

বেঙ্গালুরু, ১৭ জুলাই (হি.স.) : শশীকলা কাণ্ডে সংবাদ শিরোনামে আসা কর্ণাটক কারা বিভাগের ডিআইজি ডি রূপাকে বদলি করে দেওয়া হল ট্রাফিক বিভাগে| সরকারি নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে পথ নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের কমিশনের পদে বদলি করা হয়| শশীকলা জেল আধিকারিকদের ২ কোটি টাকা ঘুষ দিয়ে নিজের জন্য বিলাসবহুল রান্নাঘর তৈরি করেছেন বলে অভিযোগ তোলেন ডি রূপা| শশীকলার এই কীর্তি সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেন তত্কালীন কারা বিভাগের ডিআইজি ডি রূপা মুদগিল| এরপরই তাঁকে কারা বিভাগ থেকে বদলি করে দেওয়া হল ট্রাফিক বিভাগে|
বেঙ্গালুরুর পরাপান্না আগ্রহারা জেলে ১৫ ফেব্রুয়ারি থেকে বন্দী রয়েছেন শশিকলা| গত ১০ জুলাই কেন্দ্রীয় সংশোধনাগার সরেজমিনে ঘুরে চার পাতার একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা করেছিলেন ডি রূপা | সেখানে তিনি বলেছিলেন, শশীকলার জন্য জেলে একটি আলাদা রান্নাঘর চালু রয়েছে| শশীকলার কীর্তি ফাঁস করার সঙ্গে সঙ্গে ডি রূপা অভিযোগ আনেন কারা বিভাগের ডিজি এইচ এন সত্যনারায়ন রাওয়ের ওপর| তিনি জানান, শশিকলার কাছে থেকে সত্যনারায়ন ২ কোটি টাকা ঘুষ নিয়ে জেলের ভেতর এআইএডিএমকের প্রধানকে সব ধরনের সুবিধা পাইয়ে দিয়েছে| যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সত্যনারায়ন|
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছিলেন, তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দেবেন। এ মাসের ১৩ তারিখ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। কিন্তু পরের দিনই সংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে রূপাকে নোটিস দেওয়া হয়। সিদ্দারামাইয়া বলেন, রূপা সংবাদমাধ্যমকে তাঁর অভিযোগের কথা জানিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন। রূপা অবশ্য নিজের বক্তব্যে অনড়।এরপরই তাকে বদলি করে দেওয়া হল|
তবে সরকারি নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে বদলি করা হলেও এর আগেই ডি রূপার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি| তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রূপার মতোই অফিসার চাই বলে জানিয়েছেন তিনি| গত শুক্রবার রূপার প্রশংসা করে ধারাবাহিক টু্যইট করেন প্রাক্তন আইপিএস অফিসার বেদি| তাঁর কথায়, তরুণ প্রজন্মকে উত্সাহিত করতে রূপার মতোই আরও অফিসার চাই| যাঁদের সত্যিটা লিখতে ও বলতে পারার সাহস রয়েছে, তাঁরাই উপরমহলের সমর্থন পান না| আরেকটি টু্যইটে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর লিখেছেন, আপনার কর্মস্থল যেখানেই হোক না কেন, আপনি যেন সর্বদা এমন শক্তিশালীই থাকেন| কারণ, দেশের আপনাকে প্রয়োজন| আপনার মতোই হতে তরুণ প্রজন্মকে আপনি উদ্বুদ্ধ করবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *