BRAKING NEWS

কোবিন্দ-এর রাষ্ট্রপতি হওয়া নিয়ে আশবাদী প্রধানমন্ত্রী, জানালেন আগাম শুভেচ্ছা

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): রাইসিনা হিলসে প্রণব মুখোপাধ্যায়ের পর কে পা রাখবেন, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২০ জুলাই| তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রামনাথ কোবিন্দ বনাম মীরা কুমারের মধ্যে লড়াইয়ে কোবিন্দ যে অনায়াসে জিততে চলেছেন, সে বিষয়ে কোনও সংশয় নেই| কোবিন্দ-এর রাষ্ট্রপতি হওয়া নিয়ে আশবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও| তাই রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিনই কোবিন্দকে আগাম শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী| রবিবার সংসদের গ্রন্থাগার ভবনে এনডিএ সাংসদদের বৈঠক বসেছিল| বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএ-র পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দও| সেখানেই তাঁকে আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী|
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন কোবিন্দ| ওঁনাকে অভিনন্দন জানাই|’ উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচণের ভোটগণনা হবে আগামী ২০ জুলাই| আগামী ২৪ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে| এরপর ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের দিন স্থির হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *