BRAKING NEWS

উপ-রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণকে প্রার্থী করায় কংগ্রেসের সমালোচনা শিবসেনার

মুম্বাই, ১৭ জুলাই (হি.স.): উপ-রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী গান্ধীজীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধী| উপ-রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী করায় কংগ্রেসের তীব্র সমালোচনা করল শিবসেনা| শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের দাবি মানসিক ভারসাম্য না হারালে কেউ এমন সিদ্ধান্ত নেয় না |তিনি বলেন আপনারা কি ভুলে গিয়েছেন যে, মুম্বই হামলার ষড়যন্ত্রকারী ইয়াকুব মেননকে ক্ষমাভিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন উনি? এরপরও ওঁর হাতে সাংবিধানিক দায়িত্ব তুলে দিতে চায় কংগ্রেস! তাহলে বলতে হয়, সত্যিই মানসিক ভারসাম্য হারিয়েছে কংগ্রেস|
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাকারে বলেছেন, সোনিয়া গান্ধীকে শুধু একটাই প্রশ্ন করতে চাই, কীসের ওপর ভিত্তি করে গোপালকৃষ্ণ গান্ধীকে উপরাষ্ট্রপতি পদে মনোনীত করল কংগ্রেস? রাউত আরও বলেন, গান্ধী প্রপৌত্রকে মনোনীত করার অর্থ যে সমগ্র দেশের বিরুদ্ধে যাওয়া, তা আর কবে ৱুঝবে কংগ্রেস?
দেশের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনকে সম্প্রতি সঙ্কীর্ণ মানসিকতা ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াই বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী| সেই নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন সঞ্জয় রাউত| পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন, সঙ্কীর্ণ মানসিকতা আসলে কার ঠিক করে বলুন তো সেনিয়াজি? সঙ্কীর্ণ মানসিকতার ব্যাখ্যাই বা কী? এরপর আর কিছু বলার থাকে না| রাষ্ট্রপতি নির্বাচন ভুলে গেলেই পারেন উনি| কারণ রামনাথ কোবিন্দ হাসতে হাসতে জিতবেন| আগামী ৫ আগস্ট সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচন|
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে মোট ১৩টি বিস্ফোরণ হয়| ২৬০ জনের মৃতু্য হয় এবং সাতশোর বেশি মানুষ জখম হন| এই ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার দায়ে ২০১৫ সালের ৩০ জুলাই মেমনকে ফাঁসি দেওয়া হয়| তার মৃতু্যদণ্ড রদ করার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন গোপালকৃষ্ণ গান্ধী | তিনি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম মৃতু্যদণ্ডের বিরোধিতার কথাও উল্লেখ করেন | যদিও প্রণববাৱু সেই আবেদনে সাড়া দেননি| গোপালকৃষ্ণ গান্ধীর সেই সময় মেমনের পাশে দাঁড়ানোয় এখন তাঁর বিরোধিতায় সরব শিবসেনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *