BRAKING NEWS

অবশেষে ভারতীয় সেনার হাতে এল বুলেটপ্রুফ হেলমেট

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.) : দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটল| অবশেষে ভারতীয় সেনার হাতে এল সাড়ে সাত হাজার বুলেটপ্রুফ হেলমেট| সেনা সূত্রের খবর, ২০১৭-র শেষের মধ্যে সংখ্যাটা হবে ৩০ হাজার ও ২০১৯-র মাঝামাঝি প্রায় এক লাখ বুলেট প্রুফ হেলমেট মাথায় উঠবে ভারতীয় সেনার বীর জওয়ানদের| ১,৫৮,২৭৯ টি বুলেট প্রুফ হেলমেট তৈরির বরাত দেওয়া হয়েছে কানপুরের এমকেইউ নামের একটি সংস্থাকে| খরচ পড়ছে প্রায় ১৭০ কোটি টাকা| গোটা বিশ্বেই বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট তৈরি করে পাঠায় এই সংস্থা| ৯ এমএম পিস্তলের গুলি আটকাতে সক্ষম এই হেলমেট| এর মধ্যে বেশ কিছু হেলমেটে থাকবে কমিউনিকেশন ডিভাইসও|

এক দশকেরও বেশি আগে ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের মাথায় ছিল ইজরায়েলি ওআর-২০১ হেলমেট| এছাড়া অন্যান্য জওয়ানদের মাথায় থাকত সাধারণ হেলমেট, ওজনে ভারি এবং আরামদায়ক নয়| গত বছরের মার্চে জরুরিকালীন তত্পরতায় এক বিশেষ কন্ট্রাক্ট স্বাক্ষর করে ভারত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *