BRAKING NEWS

সৌদি আরবে বিধ্বংসী আগুন, ১০ জন ভারতীয় সহ মৃত ১১

রিয়াধ ও নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নজরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদ্বগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন ১০ জন ভারতীয় শ্রমিক| ১০ জন ভারতীয় ছাড়াও আগুনে পুড়ে মারা গিয়েছেন আরও এক জন| তবে তাঁকে এখনও শনাক্ত করা যায়নি| অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন| তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়| হতাহতরা সকলেই ভারত ও বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে| মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| টুইট করে বিদেশমন্ত্রী লিখেছেন, ‘নজরানে যে দুঃখজনক ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমি অবহিত| সেখানে ১০ জন ভারতীয়ের মৃতু্য হয়েছে| আহত ৬ জন হাসপাতালে চিকিত্সাধীন| আমি জেড্ডায় ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি|’
ৱুধবার জানলাবিহীন একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে| অগ্নিকাণ্ডের পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় বাড়িটি| প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুরনো এসি মেশিনে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে| বাড়িটিতে কোনও জানলা না থাকায়, সম্ভবত অগ্নিদ্বগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃতু্য হয়েছে| সিভিল ডিফেন্স ডিরেক্টরেট জানিয়েছেন, বাড়িটিতে কোনও জানালা ছিল না| তাই হয়তো শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃতু্য হয়েছে, আহত হয়েছেন ৬ জন| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন নজরান-এর গভর্নর প্রিন্স জুলুয়ে বিন আব্দুল আজিজ বিন মুসায়েদ|
বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে অগ্নিকাণ্ডে মৃত ১০ জন ভারতীয়ের নাম প্রকাশ করা হয়েছে| তাঁরা হলেন, তাবরেজ খান, আতিক আহমেদ, ওয়াসিম আকরাম এবং ভকীল আহমেদ, প্রত্যেকের বাড়ি উত্তর প্রদেশে| বিহারের বাসিন্দা গৌরী শঙ্কর গুপ্তা| কেরলের বাসিন্দা-কম্পালান সথ্যিয়ান, বাইজু রাঘবান এবং শ্রীজিত কোট্টাসেরি| তামিলনাড়ুর বাসিন্দা এম কালিয়ান| বাকি দু’জন পরস কুমার সুবেদার এবং মহম্মদ ওয়াসিম আজিজুর রহমানের বাড়ি ভারতের কোথায় তা জানা যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *