BRAKING NEWS

ডোকা লা-র সর্বশেষ পরিস্থিতি বিরোধীদের জানাবেন বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.) :ডোকা লা নিয়ে চিনের সঙ্গে সীমান্ত বিরোধে উদ্বেগ ক্রমশ বাড়ছে| প্রায় এক মাস ধরে সেখানে মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবং চিনের ফৌজ| এই পরিস্থিতিতে সিকিমের ডোকা লার সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডাকলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ডোকা লা-র সর্বশেষ পরিস্থিতি তিনি বিরোধীদের জানাবেন |
চিনের দাবি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ডংলাং (ডোকা লা-র চিনা নাম) তাদের| অপরদিকে ভারত এবং ভুটানের দাবি এটা ভুটানের অংশ| ভুটানের নিরাপত্তার দায় ভারতের| তাই চীনের ফৌজকে সেখানে রাস্তা বানানো থেকে বিরত রেখেছে ভারতীয় সেনা| ভারতের উদ্বেগ হল, ডোকা লা থেকে চিকেন নেক অনেক কাছে| উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে স্থলপথে যোগাযোগের একমাত্র রাস্তা এই চিকেন নেক| এত কাছে চিন চলে এলে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হবে| তাই চীনের হুমকি সত্ত্বেও এই অংশে সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি| তবে সময় যত যাবে ততই পরিস্থিতি ঘোরাল হবে ৱুঝেই দেশের রাজনীতিতে ডোকা লা নিয়ে সব সন্দেহের নিরসন করতে সর্বদল বৈঠকের সিদ্ধান্ত কেন্দ্রের |
উল্লেখ্য, গত শনিবারই বিষয়টি নিয়ে চিনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| এই পরিস্থিতিতে ডোকা লা নিয়ে কেন্দ্রের সর্বদল বৈঠকের সিদ্ধান্ত বিশেষ তত্পর‌্যপূর্ণ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *