BRAKING NEWS

যৌতুকের জন্য পিটিয়ে হত্যা, পারিবারিক অশান্তিতে আত্মহত্যা, দুই গৃহবধূ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ভালবেসে বিয়ের করুণ পরিণতি৷ বাপের বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মারলেন এক ব্যাক্তি৷ জানা গেছে, সিধাইয়ের বরকাঠাল এলাকার বাসিন্দা ব্রজ কুমার দেববর্মার মেয়ে পিঙ্কি দেববর্মার(২২) সাথে তিন বছর আগে বোধজংনগর থানাধীন রাজচন্তাইয়ের বাসিন্দা প্রবেল দেববর্মার(২৮) বিয়ে হয়েছিল৷ তাদের বছর দেড়েকের একটি পুত্র সন্তান রয়েছে৷ অভিযোগ, তারা ভালবেসে বিয়ে করলেও, এক বছর পর থেকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী’কে নির্যাতন করতেন তার স্বামী৷ ২০ হাজার টাকা করে দুই দফায় ৪০ হাজার টাকা এনে দিয়েছিলেন পিঙ্কি৷ তার স্বামী পেশায় কৃষক৷ দুই মাস আগে প্রবেল দেববর্মা তার স্ত্রীকে প্রচন্ড মারধর করে বাপের বাড়ি টাকা আনার জন্য পাঠিয়ে দেন৷ কিন্তু, বাপের বাড়ি থেকে কোন টাকা আনতে পারেননি পিঙ্কি৷
গত ২৩ জুন প্রচন্ড মদমত্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীকে ভিষণ মারধর করেন প্রবাল৷ তাতে তার স্ত্রীর মাথায় ভিষণ আঘাত পান৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর আঘাত লেগেছে, যার কারণে তার অবস্থা খুবই আশঙ্কাজনক৷ ৭ দিন আগে চিকিৎসকরা তাকে আইসিইউ’তে ভর্তি করেন৷ শনিবার দুপুর সোয়া একটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, মাথায় আঘাত লাগার কারণে পিঙ্কি কোমায় চলে গিয়েছিলেন৷ কোনভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না৷ এই ঘটনায় বোধজংনগর থানায় মৃতার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ হত্যা সংক্রান্ত মামলা নিয়েছে৷ অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা গেছে৷
সংসারে অশান্তির জের কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ৷ জানা গেছে, বিলোনীয়া বাশকোবরা এলাকার বাসিন্দা শ্যামল সাহা’র স্ত্রী মণি সাহা (ভৌমিক) (৩৮) আত্মহত্যা করেছেন৷
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৯ বছর আগে আমবাসা বিবেকানন্দ নগরের বাসিন্দা রাখাল ভৌমিকের মেয়ে মণি ভৌমিকের সাথে বিলোনীয়া বাশকোবরার বাসিন্দা শ্যামল সাহা’র সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়েছিল৷ তাদের দুটি পুত্র সন্তান রয়েছে৷ এক বছর ধরে স্বামী-স্ত্রী’র মধ্যে নানা কারণে ঝগড়া হতো৷ পরিবারে অশান্তি চরম আকার ধারণ করেছিল৷ শুক্রবার রাতেও স্বামী-স্ত্রী’র মধ্যে তুমুল ঝগড়া হয়৷ রাতে বাড়িতে সকলেই ঘুমিয়ে পড়লে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন মণি সাহা৷ আগুন লাগানোর পর মহিলা চিৎকার শুরু করেন, তখন সকলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ শনিবার সকাল সোয়া পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *