নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ জুলাই৷৷ উত্তর জেলার কদমতলা বিদ্যুৎ দপ্তরের অবৈধ্য হুক লাইন বিরোধী অভিযান৷

অভিযানে প্রচুর পরিমানে হুক লাইনে ব্যবহৃত বিদ্যুৎ পরিবাহী তার উদ্ধার৷ ১০-১২ টি পরিবারকে অবৈধ্যভাবে চুরি করে হুক লাইন দিয়ে বিদ্যুৎ জ্বালানোর জন্য প্রায় ১৫-২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ কদমতলা বিদ্যুৎ নিগমের আজকের এই অভিযান চালান জুনিয়র ইঞ্জিনিয়ার অমিত কুমার দত্ত৷ তিনি কদমতলা বিদ্যুৎ নিগমের কর্মচারীদেরকে নিয়ে মাঠে নামেন৷ সাথে ঊনকোটি জেলার কুমারঘাট থেকে ভিজিলেন্সের পুলিশকে সঙ্গে নিয়ে চুরাইবাড়ি এলাকার লক্ষ্মীনগর এলাকায় অভিযান চালান৷ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলটিতে এধরনের অভিযানে এলাকা জুড়ে চর্চা শুরু হয়েছে৷ লক্ষ্মীনগর গ্রামের ৩নং ওয়ার্ডে বিদ্যুৎ নিগম হুক লাইন বিরোধী অভিযান চালায়৷ ঐ ৩নং ওয়ার্ডের একটি ট্রেন্সফর্মার রয়েছে৷ ১৬ কেভিএ এর ট্রেন্সফর্মাটি থেকে ঐ ওয়ার্ডের ৫৫টি পরিবার বিদ্যুৎ পরিসেবা পেয়ে থাকে৷ কিন্তু গত জুন মাস থেকে ঐ গ্রামের ৫৫টি পরিবারের মধ্যে ৪২টি পরিবার বিদ্যুতের বিল জমিয়ে রাখে প্রায় ১৫২ লক্ষ টাকার অধিক৷ ইদানীংকালে ঐ ট্রেন্সফর্মাটি বিকলও হয়ে পড়ে৷ তখন বিদ্যুৎ দপ্তর বকেয়া বিল পরিস্কার না করলে নতুন করে ট্রান্সফর্মার বসানো যাবেনা বলে জানায়৷ কিন্তু লক্ষ্মীনগর গ্রামের প্রায় অধিকাংশ মানুষ পাশ্ববর্তী গ্রাম খাদিম পড়ার বিদ্যুতের লাইন থেকে অবৈধভাবে হুক লাইন দিয়ে বিদ্যুৎ জ্বালাতে শুরু করে৷ অবশেষে আজ কদমতলা বিদ্যুৎ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার অমিত কুমার দত্ত নিগমের কর্মী এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান৷ জুনিয়র ইঞ্জিনিয়ার জানান আগামীদিনে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে৷ যারা দীর্ঘ দিন যাবৎ বিদ্যুতের বিল প্রদান করছেনা এবং যারা অবৈধ্যভাবে হুক লাইন দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে কদমতলা বিদ্যুৎ নিগম৷ উল্লেখ্য, আজকের এই হুক লাইন বিরোধী অভিযানে বিদ্যুৎ নিগমের কর্মীদের হেনস্থার শিকার হতে হয় লক্ষ্মীনগরের ৩নং ওয়ার্ডের বাসীন্দাদের দ্বারা৷

