BRAKING NEWS

বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতেই হবে ঃ প্রবীণভাই তোগাড়িয়া

গুয়াহাটি, ৮ জুলাই (হিস)৷৷ বাংলাদেশ বা পাকিস্তান থেকে আগত হিন্দুদের শীঘ্র ভারতীয় নাগরিকত্ব দিতে হবে বলে জোরদার দাবি তুলেছেন বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্র্বহী সভাপতি ডাঃপ্রবীণভাই তোগাড়িয়া৷ আজ শনিবার বিশ্বহিন্দু পরিষদের হোজাই জেলা সমিতির উদ্যোগে স্থানীয় গীতাশ্রমে আয়োজিত প্রকাশ্য জনসঙভায় এভাবেই তাঁর স্বভাবসুলভ ভাষার বক্তব্য পেশ করেন৷
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, অঘণ্ড ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে হিন্দু নাগরিককে ধর্মীয় নিপীড়ণ ও অত্যাচার শিকার হয়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারত তথা অসমে এসে বসবাস করছেন অতি শীঘ্র কেন্দ্রীয় সরকারকে তাঁদের নাগরিকত্ব দিতে হবে৷ তাঁর ব্যাখ্যা, মোঘল সম্রাট ঔরঙ্গজেব যঘন অসম আক্রমণ করেছিল, তখন এক লক্ষ মোঘল সৈন্য অধুনা বাংলাদেশের ঢাকা হয়ে অসমে ঢুকে হিন্দুদের ওপর নির্যাতন চালিয়েছিল৷ ভাগ্য ভালো, সে সময় লাচিত বরফুকনের মতো বীর অসমকে রক্ষা করেছিলেন৷ তাই, অসম থেকে ঔরঙ্গজেবের সন্তানদের বিতারণ করে হিন্দু শরণার্থীদের অতি শীঘ্র এখানকার নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়ন করতে হবে৷
দীর্ঘ কয়েক বছল পর তিনি অসমে এসেছেন এবং এমন এক সময় এসেছেন যখন রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার৷ তাই এই শুভক্ষণে বিজেপি সরকারকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোগাড়িয়া অসম চুক্তি সম্পর্কেও তাঁর মতামত তলে ধরেছেন৷ বলেন, ধর্মের বলি হয়ে অত্যাচারিত হয়ে, ধর্ম রক্ষার খাতিরে অসমে যাঁরা এসেছেন তাঁদের হাতে দেশের কোনও ক্ষতি হতে পারে না৷ যে সব বাংলাদেশি মুসলমাল অবৈধভাবে প্রবেশ করে অসমের জমিমাটি জবরদখল করে আছে তারাই দেশের কাছে হুমকিস্বরূপ,ক্ষতিকর৷ প্রবীণভাই বলেন, সাম্প্রতিককালে কেবন বাংলাদেশি মুসলমানদের বিতাড়িত করতে দ্বিতীয় লাচিত বরফকনের জন্ম হওয়া খুব দরকার৷
ভারতবর্ষে সাম্প্রতিককালে কৃষকরা আত্মহত্যা করছেন, অনাহার, অর্ধহারে লক্ষ লক্ষ হিন্দুদের দিনপাত হচ্ছে৷ চিকিৎসার অভাব, বিশেষ করে কোটি কোটি হিন্দু যুবক কর্মসংস্থাপন থেকে বঞ্চিত বলে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বহিন্দু পরিষদের শীর্ষ নেতা৷ বলেন, ভারতবর্ষে হিন্দুদের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধন করে তাঁদের সমৃদ্ধিশালী এবং সুরক্ষিত করতে হবে৷
হিন্দু সমাজ গড়ার সংকল্পে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন যোজনার কথাও বক্তব্যে প্রকাশ করেন তিনি৷ অসমে সমৃদ্ধি ও সুরক্ষার জন্য বর্তমান রাজ্য সরকারের সঙ্গে হিন্দুদের হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তোগাড়িয়া৷
উল্লেখ্য, বিশ্বহিন্দু পরিষদের উত্তর-পূর্ব প্রান্তের মাতৃশক্তি ও দুর্র্গ বাহিনীর শিক্ষাবর্গ (প্রশিক্ষণ শিবির) -এর আজ সমাপন অনুষ্ঠান ছিল৷ এই প্রশিক্ষণবর্গ গত ২৯ জুন থেকে শুরু হয়েছিল৷ দশ দিনের প্রশিক্ষণ বর্গের আজ সমাপন অনুষ্ঠানে পরিষদের উত্তর-পূর্বাঞ্চল প্রান্তের সভাপতি মুনীন্দ্রমোহন ডেকা, অসম প্রান্ত সম্পাদক শশীভূষণ ডেকা, উত্তর-পূর্বঞ্চল প্রন্ত উপ-সভানেত্রী তারাবতী শর্র্ম, উত্তর-পূর্র্বঞ্চল প্রান্ত ক্ষেত্র সম্পাদক অজিত জানা, সত্রাধিকার জীবেশ্বর দেবগোস্বামী, উত্তর-পূর্বাঞ্চল প্রান্ত কার্যনির্র্বহী সভাপতি বিনোদ কয়েল উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *