BRAKING NEWS

জঙ্গি হামলার সম্ভাবনা, নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লির হাউজ খাস এলাকার

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : জঙ্গি নজরদারির খবরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে দিল্লির হাউজ খাস এলাকার । গোয়েন্দা রির্পোট অনুযায়ী সেখানে বেড়াতে আসা বিদেশিরা এখন জঙ্গিদের টার্গেট । হামলা হতে পারে যে কোনও মুহূর্তে। তাই হাউজ খাসের রেস্তোঁরা, কাফে সহ গোটা এলাকার নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। রেস্তোঁরা ও কাফেগুলিকে বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ক্রেতাদের দিকে নজর রাখতে, কোনও সন্দেহভাজন নজরে পড়লে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে।

ইনটেলিজেন্স ব্যুরো জানাচ্ছে, হাউজ খাসে বেড়াতে আসা বিদেশিদের টার্গেট করেছে এ দেশে নিষিদ্ধ কয়েকটি জঙ্গি গোষ্ঠী। তাই শুধু পুলিশ মোতায়েন নয়, হাউজ খাসে আসা যাওয়া করা মানুষজনের ওপর নজরদারি চালাতে তৈরি হয়েছে কয়েকটি বিশেষ টিম। কারণ পুলিশের আশঙ্কা, রেকি করার জন্য জঙ্গিরা এখানে আসতে পারে।

যে রেস্তোঁরাগুলিতে বিদেশিরা বেশি আসেন, সেগুলির নিরাপত্তায় সবথেকে বেশি কড়াকড়ি করা হয়েছে। হাউজ খাসে ঢোকা ও বার হওয়ার মুখগুলিতে লাগানো হতে পারে মেটাল ডিটেক্টর। পার্কিং এলাকাতেও মেটাল ডিটেক্টর বসতে পারে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *