BRAKING NEWS

প্রতিদিন আগরতলা-গুয়াহাটি ইন্টার সিটি এক্সপ্রেস চালুর দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷  আগরতলা- গুয়াহাটি, গুয়াহাটি- আগরতলার মধ্যে প্রতিদিন যাত্রী ট্রেন চলাচল করে না৷ সপ্তাহে মাত্র তিনদিন আগরতলা-গুয়াহাটি মধ্যে রেলপথে আসা যাওয়া করা যায়৷ তাও এ রেলপথে সরাসরি রেল পরিষেবার ব্যবস্থা করা হয়নি৷ চালু হয়নি ইন্টারসিটি এক্সপ্রেসের মতো কোনও ট্রেন৷ ফলে প্রতিদিন শত শত মানুষকে প্রচন্ড দুর্ভোগের শিকারহতে হচ্ছে৷ প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক তাপস দে বলেন, বদরপুর থেকে আগরতলা, ধর্মনগর আসার জন্য সড়কপথে দুই তিন গুণ ভাড়া গুনতে হচ্ছে৷ হেনস্তার শিকার হতে হচ্ছে অন্যভাবেও৷ তাই হেনস্তার থেকে মুক্তি পাবার জন্য প্রতিদিন সরাসরি আগরতলা- গুয়াহাটি, গুয়াহাটি-আগরতলার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর দাবী দীর্ঘদিনের৷ সেক্ষেত্রে ব্যাপক সংখ্যক যাত্রী গুয়াহাটি আসা যাওয়া করতে পারবেন৷ বর্তমানে এই সুবিধা না থাকার ফলে রাজ্যের যাত্রীদের শিলচর গুয়াহাটি, গুয়াহাটি শিলচর ফাস্ট প্যাসেঞ্জারের উপর ভরসা করতে হয়৷ রাজ্যের বহু মানুষ, বিশেষত উত্তরাংশের কয়েকশ মানুষ প্রতিদিন এ ট্রেনে যাতায়ত করেন৷ গুয়াহাটিমুখী ফাস্ট প্যাসেঞ্জার ধরতে আগরতলা ও সংলগ্ণ অঞ্চলের মানুষকে আগের দিনের আগরতলা-শিলচর ট্রেন ধরে বদরপুর এসে রাত কাটাতে হয়৷ ধর্মনগর-শিলচর ট্রেন ধরে বদরপুর আসতে হয়৷ সে ক্ষেত্রে ফাস্ট প্যাসেঞ্জার পাওয়া ঝঁুকি হয়ে পড়ে এর ফলে মানুষদের সইতে হয় নানা রকম দুর্ভোগ৷ এই দুর্ভোগে পড়া যাত্রীদের বক্তব্য, আগরতলা- গুয়াহাটির মধ্যে প্রতিদিন একজোড়া ইন্টারসিটি এক্সপ্রেস চালু থাকলে এ সমস্যার নিরসন হয়ে যেতো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *