BRAKING NEWS

প্রবল বর্ষণে বিপর‌্যস্ত দক্ষিণাঞ্চলীয় চিন, মৃত অন্তত ৪২

বেজিং, ৪ জুলাই (হি.স.): প্রবল বর্ষণে সম্পূর্ণ বিপর‌্যস্ত হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলীয় চিন| একনাগাড়ে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণাঞ্চলীয় চিনে| বিপদসীমার উপর দিয়ে বইছে ৬০টিরও বেশি নদীর জল| সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে হুনান এবং গুয়াংসি ঝুইং| প্রবল বর্ষণের কারণে চিনে এখনও পর‌্যন্ত ৪২ জনের মৃতু্য হয়েছে| খোঁজ পাওয়া যাচ্ছে না ২১ জনের| মঙ্গলবার সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বন্যা মোকাবিলার চেষ্টা করছেন সেনাবাহিনীর জওয়ানরা, পুলিশ, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষজন|
হুবেই-তে বন্যা সতর্কতা জারি করা হয়েছে, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় ১৬ হাজার মানুষকে| গুয়াংসিতে এখনও পর‌্যন্ত ১৬ জনের মৃতু্য হয়েছে| নিখোঁজ অন্তত ১০ জন| সব মিলিয়ে দক্ষিণাঞ্চলীয় প্রবল বর্ষণের কারণে এখনও পর‌্যন্ত ৪২ জনের মৃতু্য হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *