অভিযোগ উপেক্ষা করে ত্রুটিপূর্ণ এসি নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : ত্রুটিপূর্ণ বাতানুকূল ব্যবস্থা নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান| বিমানের বাতানুকূল ব্যবস্থা কাজ না করায় যাত্রীরা অসুবিধায় পড়েন| এরফলে বিমানের ভেতরটা হট চেম্বারে পরিণত হয়| কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাত্রীদের| বিমানের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা| এবিষয়ে বিমানের যাত্রীরা বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন| কোনও কোনও যাত্রী আবার সোশাল মিডিয়াতে ক্ষোভ উগরে দেন| যদিও নির্ধারিত সময়েই বিমানটি দিল্লি বিমানবন্দরের মাটি ছোঁয়|
জানা গেছে, রবিবারই বাগডোগরা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ১৬৮জন যাত্রী সহ ত্রুটিপূর্ণ বাতানুকূল ব্যবস্থা নিয়ে আকাশে ওড়ে| এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর ৮৮০-র বিমানকর্মীদের কাছে এসির বিষয় অভিযোগ জানালে, তাঁরা জানান, বিমান আকাশে উড়লেই এসি চালু হয়ে যাবে| দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বিমান বাগডোগরা ছাড়লেও, সমস্যা থেকে যায়| কিন্তু বিমানের বাতানুকূল ব্যবস্থা কাজ না করায় যাত্রীরা অসুবিধায় পড়েন| বিমানের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা|
এবিষয়ে বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যাত্রীরা বিমানের বাতানুকূল ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগ জানিয়েছেন| তাঁরা প্রতিবাদও জানিয়েছেন| সন্ধে ৬টা নাগাদ বিমানটি বাগডোগরা বিমানবন্দর থেকে ওড়ে| নির্ধারিত সময়েই বিমানটি দিল্লি বিমানবন্দের নামে|
তবে এয়ার ইন্ডিয়ার বিমানে এই প্রথম সমস্যায় পড়লেন না যাত্রীরা| এর আগে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের| টুইটারে বিভিন্ন সমস্যার ছবিও পোস্ট করেছেন যাত্রীরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *