নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর৷

বুধবার সন্ধ্যয় একদল উশৃঙ্খল যুবক প্রতিমা নিরঞ্জনের সময় মদমত্ত হয়ে বিদ্যাসাগর বাজারে সিপিএম পার্টি অফিসের সামনে আক্রমণমুখী হয়ে উঠে৷ অভিযোগ দা-লাঠি নিয়ে বাবুল দাসের উপর হামলা চালিছে৷ স্থানীয় কাঠ ব্যবসায়ী আত্মরক্ষার চেষ্টা করলে গুরুতর জখম হন আক্রমণে৷ রক্তাক্ত হয়ে রাস্তার উপর পড়ে যান৷ মুহুর্তের মধ্যে রণক্ষেত্রেরর রূপ নেয় এলাকায়৷ পেশগত দায়িত্ব পালন করেত গিয়ে আক্রান্ত হন চিত্র সাংবাদিকও৷
জানা গিয়েছে, সিপিএম লোক্যাল কমিটির সদস্য নান্টু মজুমদারের নেতৃত্বে চিত্র সাংবাদিক প্রণব শীলের উপর হামলা শুরু করতেই আরো উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি৷ মুহুর্তের মধ্যেই পার্টি অফিস থেকে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় দৌঁড়ঝাপ৷ আহত বাবুল দাসকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ রাস্তা অবরোধ করে বসেন স্থানীয়রা৷ খবর পয়ে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ৷ সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সফল হয়েছে পুলিশ৷ কিন্তু তার কিছুক্ষণ পর থানায় এলাকার লোকজন থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ প্রকাশ্যে রাস্তায় কাঠ ব্যবসায়ী বাবুল দাসকে প্রাণনাশের চেষ্টা, সাংবাদিক নিগ্রহ নিয়ে উভয় পক্ষের বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা সংলগ্ণ এলাকায়৷ খবর লেখা পর্যন্ত যতদূর জানা গিয়েছে দুটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ তদন্ত শুরু করলেও গ্রেপ্তাররে কোন খবর নেই৷ গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ আন্দোলন থানা চত্বরে৷

