পুঞ্চে পাক সেনার গুলি বর্ষণ, জখম দু’জন ভারতীয় জওয়ান

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): বিনা প্ররোচনায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| গভীর রাত ১.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করতে শুরু করে পাক সেনাবাহিনী| শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সৈন্য| তবে দুঃসংবাদ হল, পাক সেনাবাহিনীর গুলিতে জখম হয়েছেন দু’জন ভারতীয় জওয়ান| তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ৱুধবার মধ্যরাতের কিছু পরে, গভীর রাত ১.৩০ মিনিট থেকে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সৈন্য| পাক সেনাবাহিনী ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায়| এই ঘটনায় দু’জন ভারতীয় জওয়ান জখম হয়েছেন|
উল্লেখ্য, ৱুধবারও জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ জেলায় সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে, শেল ফাটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করে পাকিস্তানি সৈন্য| চুপ থাকেননি ভারতীয় জওয়ানরা| যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হয়েছে শত্রুপক্ষকে|