মেরিন ড্রাইভের জলোচ্ছ্বাসে জোয়ারের জলে ভেসে গেল কিশোরী

মুম্বই, ২৮ জুন (হি.স.) : জোয়ারের জলে ভেসে গেল কিশোরী | ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মেরিন ড্রাইভে| জোয়ারের জলে ভেসে যাওয়া কিশোরীর নাম প্রীতি শ্রীকৃষ্ণা (১৭)| জানা গেছে প্রবল ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যান তিনি| তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তিনি সেরফি তুলতে গিয়ে সমুদ্রে পড়ে যান|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল প্রীতি শ্রীকৃষ্ণা নামে ১৭ বছরের কিশোরী মেরিন ড্রাইভে জোয়ারের ঢেউয়ের ঝাপটায় শরীরের ভারসাম্য রাখতে না পেরে সমুদ্রে পড়ে তলিয়ে যায়| যদিও মুম্বই পুলিশ এই দাবি অস্বীকার করেছে| তারা জানিয়েছে, জোয়ারের সময় সেলফি তোলার চেষ্টা করছিল ওই কিশোরী|
গতকাল প্রবল বেগে জোয়ারের ঢেউ আছড়ে পড়ে আরব সাগর সংলগ্ন মেরিন ড্রাইভে| এক একটা ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় পাঁচ মিটার| সমুদ্রের ঢেউ দেখতে মেরিন ড্রাইভে ভিড় করেন পর‌্যটক থেকে স্থানীয়রা| তবে বেশ কয়েকবার মেরিন ড্রাইভ এলাকায় মাইকিং করা হয় বলে মুম্বই পুলিশের দাবি| সেখানে ঘুরতে আসা সকলকেই জোয়ারের বিষয়ে সতর্ক করা হয়| তবে তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা |