নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ বাইক ও সুকটির মুখোমুখি সংঘর্ষ৷ প্রাণ গেল সুকটি চালকের৷ দুঘটনাটি ঘটে সোমবার রাতে খেদাবাড়ি এলাকায়৷ যতদূর জানা গিয়েছে, ঈদের আনন্দ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল সুকটি চালক নজরুল ইসলাম (৩০)৷ বাইকের ধাক্কায় মাথায় গুরুতর চোট লাগায় জি বি হাসপাতালে মৃত্যু হয়েছে গভীর রাতে৷ পরিবারের অভিযোগ, নিউরো সার্জেন না থাকায় মৃত্যু হয়েছে নজরুলের৷ সঠিক সময়ে চিকিৎসক স্বল্পতায় পরিষেবা পাওয়া যায়নি৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ দূর্ঘটনার একটি মামলা রুজু করা হয়েছে৷
2017-06-28

