নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ জুন৷৷ সোমবার গভীর রাতে চড়িলাম ব্লক সংলগ্ণ এলাকায় একটি বেসরকারী সুকলে এবং রবিবার রাতে একটি হার্ডওয়ারসের দোকানে চুরির ঘটনায় এলাকার জনগণ ক্ষুবত্মধ৷ চড়িলাম বাজারের ব্যবসায়ী বিজন মজুমদারের দোকানে চোরের দল হানা দিয়ে নগদ চল্লিশ হাজার টাকা সহ জলের মোটর, পাম্পকল এবং বিভিন্ন দামী সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল৷ আনুমানিক দু’লক্ষ টাকা হবে বলে জানা গেছে৷ সোমবার সকালে যখন প্রতিদিনের মতো দোকান খুলেন তখন প্রত্যক্ষ করেন ক্যাশবাক্স খোলা কাগজপত্র এলোমেলো তখন চিৎকার শুরু করে দেন৷ তার চিৎকারে আসে পাশে বাজার ব্যবসায়ীরা এসে জড়ো হয়ে পুরো ঘটনার তদন্ত করে বিশালগড় থানায় খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গেই পুলিশ এসে দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে৷ তাছাড়া সোমবার গভীর রাতেও ফের আরেকটি চুরি ঘটনা ঘটে৷ চড়িলাম এলাকায় আমন্দমার্গ সুকলের দরজা ভেঙ্গে একটি লেপটপ নিয়ে চম্পদ দেয় চোরের দল৷ পরপর দু’তিনটি চুরির ঘটনায় গোটা চড়িলাম এলাকায় জনগন দুঃচিন্তায় পড়েছে৷
2017-06-28

