নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ আজ মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ-উল-ফেতর৷ ঊদকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে সবকটি মসজিদ৷ উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে আজ রাজ্যের সর্বত্র স্থানে পালিত হয়েছে ঈদ-উল-ফেতর৷ রবিবার আকাশে চাঁদ দেখা দেওয়ায় আজ পালিত হয়েছে পবিত্র ঈদ৷ রাজ্যে ঈদের মূল নামাজ আদায় করা হয়েছে রাজধানীর গেদু মিয়াঁর সমজিদে৷ সকাল ৯ টায় ঈদের বিশেষ নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুল রহমান ও মহনুল হক৷ নামাজ আদায়ে অংশ নেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সেনা-আধা সেনা বাহিনীর অফিসার জওয়ান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অফিসার সহ সাধারণ মানুষ৷ তাছাড়াও রাজ্যের প্রতিটি মসজিদে ঈদের বিশেষ নামাজ আসায় করা হয়৷ এদিকে পবিত্র ঈদ-উল-ফেতর উপলক্ষে রবিবার চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মন্ত্রী সহিদ চৌধুরীর বাসফবনে এক বৈঠক হয়৷
2017-06-27

